টি-টেন লিগে ৬ বাংলাদেশি ক্রিকেটারের ম্যাচের সময়সূচী

খেলাধুলার বিবিধ January 12, 2021 1,643
টি-টেন লিগে ৬ বাংলাদেশি ক্রিকেটারের ম্যাচের সময়সূচী

আগামী ২৮ জানুয়ারি থেকে আবুধাবিতে শুরু হতে যাচ্ছে টি-টেন ক্রিকেট লিগের চতুর্থ আসর। এই লিগে খেলার জন্য বাংলাদেশের ৬ জন ক্রিকেটারকে অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


প্লেয়ার ড্রাফটে বাংলাদেশ থেকে দল পেয়েছেন ৬ জন ক্রিকেটার। তারা হলেন মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, নাসির হোসেন, শেখ মেহেদী হাসান এবং মুক্তার আলী।


টুর্নামেন্টির বর্তমান চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মুক্তার আলী ও তাসকিন আহমেদ। এই দলে রয়েছেন শোয়েব মালিক, লরি ইভান্স, মোহাম্মদ হাফিজের মতো তারকা ক্রিকেটার।


আরেক তরুণ টাইগার অলরাউন্ডার আফিফ হোসেনকে দলে ভিড়য়েছে বাংলা টাইগার্স। বাংলাদেশের মালিকানাধীন এই দলটিতে আরেক তরুণ অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে দলে নিয়েছে।


এছাড়া ড্রাফট থেকে বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনকে দলে ভিড়িয়েছে পুনে ডেভিলস। চলুন দেখেনি টি টেন ক্রিকেট লিগের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের সময়সূচি:-


গ্রুপ এ

২৮ জানুয়ারী, মারাঠা আরবীয়রা বনাম উত্তর ওয়ারিয়র্স শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি।


২৯ জানুয়ারী, বাংলা টাইগারস বনাম দিল্লি বুলস শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি।


৩০ জানুয়ারী, দিল্লি বুলস বনাম উত্তর ওয়ারিয়র্স শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি।


৩০ জানুয়ারী, বাংলা টাইগারস বনাম মারাঠা আরবীয়রা শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি।


৩১ জানুয়ারী, দিল্লি বুলস বনাম মারাঠা আরবীয়রা শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি।


৩১ জানুয়ারী, বাংলা টাইগারস বনাম উত্তর ওয়ারিয়র্স শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি।


গ্রুপ বি

২৮ জানুয়ারী, ডেকান গ্ল্যাডিয়েটরস বনাম পুনে ডেভিলস শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি।


২৮ জানুয়ারী ক্যালান্ডারস বনাম দল আবু ধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি।


২৯ জানুয়ারী, পুনে ডেভিলস বনাম ক্যালান্ডারস শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি।


২৯ জানুয়ারী, ডেকান গ্ল্যাডিয়েটরস বনাম দল আবু ধাবিশেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি।


৩০ জানুয়ারী, পুনে ডেভিলস বনাম দল আবু ধাবিশেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি।


৩১ জানুয়ারী, ডেকান গ্ল্যাডিয়েটরস বনাম ক্যালান্ডারস শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪