তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছায় ক্যারিবীয় দল।
টেস্ট ও ওয়ানডে দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ প্রায় ৪০ জনের বহর নিয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। বিমানবন্দর থেকে ক্যারিবীয় দলকে বিশেষ ব্যবস্থায় হোটেল সোনারগাঁওয়ের জৈব সুরক্ষাবলয়ে নেওয়া হবে। সেখানে তাদের তিন দিনে করা হবে দু’বার করোনা পরীক্ষা।
এরপর আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত কোয়ারাইন্টিনে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ১৪ জানুয়ারি বিকেএসপিতে প্রথম প্রস্তুতি ম্যাচে অংশ নেবে।
আর সিরিজের প্রথম ওয়ানডে হবে ২০ জানুয়ারি, মিরপুরে। দ্বিতীয় ম্যাচও একই ভেন্যুতে ২২ জানুয়ারি। তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে ২৫ জানুয়ারি। দুই টেস্টের প্রথম টেস্টও চট্টগ্রামে শুরু হবে ৩ ফেব্রুয়ারি। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টেও আসর বসবে ১১ ফেব্রুয়ারি, মিরপুরে।
উল্লেখযোগ্য যে, করোনাকালের এই সময় প্রথম কোন বিদেশি দল হিসেবে ক্রিকেট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই করোনার লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষার ইতি ঘটবে বাংলাদেশ দলের।
সূত্রঃ স্পোর্টসজোন২৪