ভারতের বিপক্ষে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া January 9, 2021 809
ভারতের বিপক্ষে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

সিডনি টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের বিপক্ষে ১৯৭ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে অজিদের সংগ্রহ ২ উইকেটে ১০২ রান।


আগের দিনে ২৪২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের মাঠে নামে ভারত তবে অজি বোলারদের দাপট ও সফরকারীদের ব্যটারদের তাড়াহুরোয় ২৪৪ রানেই থেমে যায় ভারতে ইনিংস।


দলের হয়ে কোন ব্যাটসম্যানই নিজেদের মেলে ধরতে পারেনি নিজেদের প্রথম ইনিংসে। অজিদের হয়ে পেট কামিন্স নিয়েছেন ৪ উইকেট। হ্যাজেলউড নিয়েছেন দুটি।


ভারতকে কম রানে আটকে দিয়ে ৯৬ রানের লিড নিয়েই দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে মাত্র ৩৫ রানেই প্যাভিলিয়নের পথ ধরতে হয় অজিদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উইল পুকভস্কিকে।


এরপরে স্টিভ স্মিথের ২৯ ও মার্নাস লাবুসচাগনের ৪৭ রানে ভর করে দুই উইকেটে ১০২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। এর আগে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিলো ৩৩৮ রান।


সূত্রঃ যমুনা টিভি অনলাইন