প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড

ক্রিকেট দুনিয়া January 6, 2021 652
প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড

দেশের মাঠে বরাবরই দুর্দান্ত নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোতেই বড় ব্যবধানে জয় পেয়েছে উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। সেই সাথে বড় সুখবর পেয়েছে কিউইরা। অস্ট্রেলিয়াকে হটিয়ে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড।


দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০১ রানে জয় পাওয়ার পর আজ দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৭৬ রানের বড় জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। সেই সাথে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করে নিয়েছে তারা।


দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার আগে সমান ১১৬ রেটিং নিয়ে এক নম্বরে ছিল অস্ট্রেলিয়া এবং দুই নম্বরে ছিল নিউজিল্যান্ড। কিন্তু পয়েন্ট বেশি হওয়াতে এক নম্বরে ছিল অজিরা। তবে আজ পাকিস্তানকে হারানোর পর অস্ট্রেলিয়াকে হটিয়ে ১১৮ রেটিং নিয়ে শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট হচ্ছে ৩১৯৮। এছাড়া দুইয়ে নেমে গেছে অস্ট্রেলিয়া।


এছাড়া ১১৪ রেটিং নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত। চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। তাদের রেটিং ১০৬। পঞ্চম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং হচ্ছে ৯৬!


সূত্রঃ স্পোর্টসজোন২৪