টেস্টে বাংলাদেশকে পেছনে ফেললো আফগানিস্তান

ক্রিকেট দুনিয়া January 6, 2021 1,229
টেস্টে বাংলাদেশকে পেছনে ফেললো আফগানিস্তান

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৭ বছরের জুনিয়র আফগানিস্তান। অথচ সেই আফগানিস্তানই বাংলাদেশকে মাটিতে নামালো৷ সদ্য প্রকাশিত আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশকে হটিয়ে ৯ নম্বরে উঠে এসেছে রশিদ খানরা।


বুধবার (৬ কানুয়ারি) আইসিসি টেস্ট র‍্যাংকিং তালিকা হালনাগাদ করবার পর দেখা যাচ্ছে এই তালিকার দশ নম্বরে আছে টাইগাররা।

এতদিন বাংলাদেশ ছিল র‍্যাংকিংয়ে নয় নম্বরে। আফগানিস্তান ছিল এগারো নম্বরে। দশ নম্বরে অবস্থান করছিলো জিম্বাবুয়ে।


তবে আফগানিস্তান দুই ধাপ উপরে উঠে এসেছে। যেখানে আফগানিস্তানের রেটিং পয়েন্ট এখন ৫৭, বাংলাদেশের রেটিং পয়েন্ট ৫৫। ২০১৮ সালের জুন মাসে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া আফগানরা। এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছে তারা। এর মধ্যে ২টিতে জয় পেয়েছে এবং দুটিতে হেরেছেন। গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে তাদের বিপক্ষে ২২৪ রানের বড় একটি জয় পায় আফগানিস্তান।


এদিকে আইসিসির ঘোষিত এ র‍্যাংকিংয়ে সবার ওপরে অবস্থান করছে নিউজিল্যান্ড। আইসিসি র‍্যাংকিং পদ্ধতি শুরু হওয়ার পর এবারই প্রথম শীর্ষে উঠল কেন উইলিয়ামসনের দল। পাকিস্তানের বিপক্ষে ২-০-তে সিরিজ জেতার সুবাদে শীর্ষস্থান পেয়েছে তারা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪