আগামীকাল ৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত। আর প্রথম দুই টেস্টের মতো তৃতীয় টেস্টেরও একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ভারত। সিরিজে ১-১ সমতায় থাকায় তৃতীয় টেস্টটা হবে হাড্ডাহাড্ডি লড়াই। আর সেই লড়াইয়ে ভারতের একাদশে দুই পরিবর্তন। যেখানে অভিষেক হচ্ছে একজনের।
অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মায়াঙ্ক আগরওয়াল। ফলে তিনি সিডনি টেস্টে বাদ পড়েছেন। তার পরিবর্তে দলে ফিরেছেন রোহিত শর্মা। তার একাদশে ফেরাতে আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে রাহানের নেতৃত্বাধীন ভারত।
টি-টোয়েন্টি ও ওয়ানডের পর এবার টেস্টেও অভিষেক হলো নভদীপ সাইনি। ইনজুরিতে ছিটকে যাওয়া উমেশ যাদবের পরিবর্তেই কপাল খুলেছে সাইনির। এছাড়া কোন ম্যাচ খেলা ছাড়াই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল।
ভারত একাদশ : শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহালে (অধিনায়ক), হানুমা বিহারি, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
সূত্রঃ স্পোর্টসজোন২৪