মাশরাফির অবসর নিয়ে বোমা ফাটালেন বিসিবি বস পাপন

ক্রিকেট দুনিয়া January 2, 2021 1,160
মাশরাফির অবসর নিয়ে বোমা ফাটালেন বিসিবি বস পাপন

মাশরাফি বিন মুর্তজা তার শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন, এটি বলা যায় অনেকটা দ্বিধাহীনভাবেই। অনেকে ভেবেছিলেন, চোটজর্জর ক্যারিয়ারের ইতিও মাশরাফি বিশ্বকাপ দিয়ে টানবেন। কিন্তু বিশ্বকাপ শেষে তার অবসরের ঘোষণা না আসায় অবাক হয়েছিলেন অনেকে।


সেই মাশরাফি নেতৃত্ব ছাড়লেও এখনো অবসরের ঘোষণা দেননি। আর ২০১৯ বিশ্বকাপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবেন না বলে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনকে জানিয়েছেন মাশরাফি। কিন্তু ঠিকই খেলেন মাশরাফি। সেই সময়ে মাশরাফির অবসরের পেছনের কাহিনি জানান পাপন।


একাত্তর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “লুকানোর কোন কারণই নেই। মাশরাফি ওয়ার্ল্ড কাপের সময় আমাকে নিজে ফোন করে। ফোন করে আমাকে বলে আমি নেক্সট ম্যাচ (পাকিস্তানের বিপক্ষে) খেলব না। আমার ফর্ম ভাল যাচ্ছে না, আমি খেলব না। আমি বললাম, খেলবা না এটা কাকে বলেছ? বলল আমি অলরেডি বলে দিয়েছি কোচকে, এবং সাকিবকে বলে দিয়েছি ও ক্যাপ্টেন হবে।”


“এরপরে আমি একবার চিন্তা করলাম যাই একবার, দেখে আসি। রাত্রে বেলা গেলাম হোটেলে দেখলাম সাকিব সব টিম নিয়ে বসা। সবাই বসা, সাকিব বলল আমি অলরেডি ব্রিফ করে দিয়েছি। আজ প্র্যাকটিসেও মাশরাফি আসেনি, আমার ওপর দায়িত্ব দিয়েছে, আমিই করছি। পরদিন আমি যখন মাঠে খেলা দেখতে গেলাম, তখন দেখি মাশরাফি মাঠে।”– যোগ করেন তিনি।


তিনি আরও বলেন, “আসলে জিনিসটা, ঐ আমাকে বলল খেলবে না, পরে কেন খেলল আমি জানিনা। এটা আমার কাছে এখনো এক রহস্য। ওকে তো আমরা বলি নাই যে তুমি খেলো না। ও খেলবে নাকি রিটায়ার করবে এমনটা অনেকদিন ধরেই শুনছি। কোথায় করবে এটা হল কথা। আমার সাথে এটা নিয়ে কোন কথা হয়নি। শুনেছি অনেকে নাকি তাকে প্রপোজ করেছিল যে লর্ডস হতে পারে সেরা জায়গা।”


“আসলে ও নিজেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তখনো ভুগেছে, এখনো ভুগছে। যেটা আমার ধারণা ছিল না। যতদিন আমাদের সাথে ক্যাপ্টেন হিসাবে ছিল ওর ডিসিশন মেকিং ছিল ক্লিন এন্ড ক্লিয়ার।”– যোগ করেন তিনি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪