নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন গেইল

ক্রিকেট দুনিয়া January 1, 2021 985
নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন গেইল

আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। যিনি ‘ইউনিভার্সাল বস’ নামেই পরিচিত। তাকে বলা হয় ক্রিকেটের সবচেয়ে বড় ‘এন্টারটেইনার’। কিন্তু বয়স এখন ৪১ হলেও অবসরে খুব শীগ্রই যাচ্ছেন না গেইল।


গেইলের ক্যারিয়ার এখনও চলমান। যদিও ২০১৯ বিশ্বকাপ শেষে অবসর গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছেন, কিন্তু ক্রিকেট তাকে এতোটাই আচ্ছন্ন করে রেখেছে যে এখনই ব্যাট-প্যাড তুলে রাখতে তার মন সায় দিচ্ছে না। তবে বয়স ৪৫ পেরোনোর আগে ক্রিকেটকে ছাড়বেন না তিনি।


সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘এএনআই’-কে দেয়া সাক্ষাৎকারে গেইল জানিয়েছেন, “এখন পর্যন্ত অবসরের কোনো চিন্তা নেই। আমি বিশ্বাস করি, আরও পাঁচ বছর খেলতে পারব। সুতরাং ৪৫–এর আগে কোনো সম্ভাবনা নেই এবং আরও দুটি বিশ্বকাপ খেলাও বাকি।”


“আমার ধারণা, নতুন এবং রোমাঞ্চকর একটা ধারণা যুক্ত হলো ক্রিকেটে। আপনি আগে থেকে বলতে পারেন না; তবে আমার ধারণা, অনেক দিক থেকেই এটা দারুণ কিছু আনছে এবং সহজেই এর সঙ্গে আপনি মানিয়ে নিতে পারবেন।”– যোগ করেন তিনি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪