আমিরের অবসরে ব্যথিত হয়েছেন পিসিবি চেয়ারম্যান

ক্রিকেট দুনিয়া January 1, 2021 935
আমিরের অবসরে ব্যথিত হয়েছেন পিসিবি চেয়ারম্যান

মোহাম্মদ আমিরের অবসরের সংবাদে মুখ খুলছিল না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো শীর্ষ কর্তা। আনুষ্ঠানিক বিবৃতি দিয়েই শুধু জানিয়ে দেওয়া হয়েছিল সবাইকে। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।


মানি জানিয়েছেন আমিরের এমন সিদ্ধান্ত শুনে ব্যথিত হয়েছেন তিনি। সিদ্ধান্ত নেওয়ার আগে আমির পিসিবির সাথে আলোচনা না করার আক্ষেপও রয়েছে পিসিবি বসের মনে। তিনি মনে করেন, আমিরের উচিৎ ছিল ঘরোয়া ক্রিকেট খেলে আবারও জাতীয় দলে প্রত্যাবর্তন করা।


এহসান মানি বলেন, ‘আমি এই সংবাদ শুনে খুবই ব্যথিত হয়েছি। সে যদি একবার সিদ্ধান্ত নেয়ার আগে আলোচনা করত পিসিবির সাথে! আমিরের মতো এমন একজন পেসার, যে কিনা সব ফরম্যাটেই ফিটনেস ঠিক রেখে খেলতে পারে।


সাদা বলেও তো খেলা চালিয়ে যাচ্ছিল সে। আমিরের উচিৎ ছিল ফাওয়াদের মতো ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে জাতীয় দলে ফিরে আসা।’


সূত্রঃ এসএনপি স্পোর্টস