আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে টাইগারদের অবস্থান

ক্রিকেট দুনিয়া December 31, 2020 2,189
আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে টাইগারদের অবস্থান

আজকেই শেষ হচ্ছে টুয়েন্টি টুয়েন্টি বছর। তার আগে আইসিসি সবশেষ (৩১ ডিসেম্বর) টেস্ট র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। আর আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে টাইগার ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থানে আছেন মুশফিকুর রহিম। আর বোলিংয়ে সেরা অবস্থানে আছেন সাকিব আল হাসান।


টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ১৬ নম্বরে আছেন মুশফিকুর রহিম। দেশ সেরা এই ব্যাটসম্যানের পয়েন্ট ৬৫৪। তিন দাফ এগিয়েছেন তিনি। এর আগে ১৯ নম্বরে ছিলেন মুশফিক। এরপর ৩১ নম্বরে অবস্থান করছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।


অন্যদিকে টাইগারদের টেস্ট সেরা বোলার সাকিব আল হাসান। ৬৩৭ পয়েন্ট নিয়ে সাকিব এক ধাপ এগিয়ে অবস্থান করছেন ২১ নম্বরে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় সেরা অবস্থানে আছেন যথাক্রমে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। ৫৮৫ পয়েট নিয়ে তাইজুল ২৬ নম্বরে ও মিরাজ ৫৭০ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছেন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪