ওয়েস্ট ইন্ডিজের পূর্ণশক্তির দল এসেও হেরে গিয়েছে : মুমিনুল

ক্রিকেট দুনিয়া December 31, 2020 1,370
ওয়েস্ট ইন্ডিজের পূর্ণশক্তির দল এসেও হেরে গিয়েছে : মুমিনুল

করোনাভাইরাসের কারণে দশ মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে তাই স্বাভাবিক কারণেই তৈরি ছিল বাড়তি উন্মাদনা। তবে সেই উন্মাদনায় জল ঢেলে মঙ্গলবার একটি দ্বিতীয় সারির দল ঘোষণা দেয় ক্রিকেট উইন্ডিজ।


তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টেস্টের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার, ওয়ানডে অধিনায়ক কিয়েরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, এভিন লুইস, সাই হোপসহ মোট ১২ জন তারকা করোনা পরিস্থিতি সংক্রান্ত কারণ বা ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফরে আসবেন না।


তবে ওয়েস্ট ইন্ডিজ কোন দল পাঠাচ্ছে তা নিয়ে চিন্তা না করে খেলার দিকে চোখ বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের। গতকাল গণমাধ্যমকে তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলে তারা সবাই ভালো। ওরা যদি এক নম্বর দলও পাঠায় আমি তো আমার প্রসেস অনুযায়ী খেলি। আমাদের প্ল্যান, রুটি, প্রসেস অনুযায়ী খেলব।”


“একটা কথা বলবো, আগেও ওদের পূর্ণশক্তির দল এসেছিল। আমাদের কাছে হেরে গিয়েছে। ওরা কি দল পাঠাচ্ছে এটা নিয়ে আমরা ভাবছি না। আমরা অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলব, সেটা আমাদের জন্য রোমাঞ্চকর। আমরা নিজেদের সেরাটা খেলতে শতভাগ চেষ্টা করব।”– যোগ করেন তিনি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪