ম্যাচ হারের পর অস্ট্রেলিয়াকে জরিমানাও করল আইসিসি

ক্রিকেট দুনিয়া December 29, 2020 1,080
ম্যাচ হারের পর অস্ট্রেলিয়াকে জরিমানাও করল আইসিসি

মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে জিতলো ভারত। ম্যাচের ৪র্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২০০ রানে অলআউট হয় অজিরা। ৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এ জয়ে সিরিজে সমতায় ফিরলো আজিঙ্কা রাহানের দল।


হারের পর অজি শিবির আরেকটি দুঃসংবাদ পেলো। স্লো ওভার রেটের কারণে জরিমানা দিতে হবে অস্ট্রেলিয়া দলকে। মেলোবোর্নে ভারতের বিপক্ষে ২য় টেস্টে স্লো ওভার রেটের জেরে অস্ট্রেলিয়া দলকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ৪ পয়েন্ট পেনাল্টিও হয়েছে তাদের।


নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম বল করেছিল অস্ট্রেলিয়া। এই কারণে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন অস্ট্রেলিয়া দলের ওপর এই জরিমানা আরোপ করেন। আইসিসির কোড অফ কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২২ ভঙ্গ করেছে স্বাগতিকরা।


সূত্রঃ এসএনপি স্পোর্টস