ফের বাংলাদেশকে সফরের আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা

ক্রিকেট দুনিয়া December 28, 2020 1,132
ফের বাংলাদেশকে সফরের আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা

করোনার কারণে স্থগিত হওয়া শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজ দ্বিতীয় দফা আলোচনার পরও দেখেনি আলোর মুখ। বাংলাদেশ দল প্রস্তুতির ষোলকলা পূর্ণ করেও লঙ্কান বোর্ডের কড়াকড়ির কারণে যেতে পারেনি সফরে। তবে আগামী এপ্রিলে আবারো বাংলাদেশকে সফরের আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা।


বাংলাদেশের ক্ষেত্রে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছিল শ্রীলঙ্কা, ছিল না অনুশীলনের পর্যাপ্ত সুযোগ-সুবিধা। কিন্তু সেই লঙ্কাতেই ইংল্যান্ড যাবে আগামী মাসে, যেখানে মাত্র ৩ দিনের কোয়ারেন্টিন শেষেই ইংলিশরা নেমে পড়বে অনুশীলনে। করোনা বাস্তবতা মেনে নমনীয় হওয়া লঙ্কান বোর্ড এবার আবারো আতিথেয়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, শ্রীলঙ্কার তরফ থেকেই বাংলাদেশকে সফরের প্রস্তাব দেওয়া হয়েছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত যে তিনটি টেস্ট খেলার কথা দুই দলের, তা মাঠে গড়াতে পারে এপ্রিলে।


সুজন জানান, ‘শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে শ্রীলঙ্কা বোর্ডের সাথে আমাদের কথা হচ্ছে। মূলত প্রস্তাবটা ওদের কাছেই এসেছে। যেহেতু প্রথম যখন আলোচনা হয়েছিল এরপর সিরিজটা হয়নি।’


অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু দুই বোর্ডের মতামতের বনিবনা না হওয়ায় শেষপর্যন্ত সিরিজ দেখেনি আলোর মখ। শ্রীলঙ্কা সফর আগেরবার স্থগিত হওয়ায় একটু অসন্তোষও দেখা গিয়েছিল বাংলাদেশে। তবে লঙ্কানদের এবারের প্রস্তাব সাদরেই গ্রহণ করেছে বিসিবি।


প্রধান নির্বাহী জানান, ‘আমরাও টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ম্যাচ রয়েছে তা খেলতে রাজি হয়েছি। সাথে অন্য কোনো ফরম্যাট যুক্ত হলে, এফটিপিতে সেই সময় পাওয়া গেলে আমরা কাজে লাগাব। এপ্রিলকে লক্ষ্য করেই পরিকল্পনা করা হচ্ছে। ঐ সময় আমাদের এবং শ্রীলঙ্কার ফাঁকা সূচি আছে।’


সূত্রঃ বিডিক্রিকটাইম