খেলার চলার মাঝেই উইলিয়ামসন ভক্তের উলঙ্গ পাগলামি

ক্রিকেট দুনিয়া December 27, 2020 6,007
খেলার চলার মাঝেই উইলিয়ামসন ভক্তের উলঙ্গ পাগলামি

টিভি সেট কিংবা গ্যালারিতে বসে মনের আনন্দে প্রিয় দলের খেলা দেখছেন। হঠাত্‍ দেখলেন যে মাঠের ভিতর ঢুকে গেল একজন দর্শক ব্যাপারটা আপনাকে বিরক্তিকর অনুভুতির জন্ম দিবে। কিন্তু দর্শকটি যদি উলঙ্গ হয় তবে ???? তাহলে এটা আপনাকে বিরক্তির সাথে সাথে বিব্রতকর পরিস্থিতে ফেলবে! এবার এমনই ঘটনা ঘটে গেল নিউজিল্যান্ড-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে।


পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা চলছিল। সেই ক্রিকেট ম্যাচ উপভোগ করতে মাউন্ট মঙ্গানুইয়ে উপচে পড়ে দর্শক। সেই সময়েই ঘটে বিপত্তি। নিরাপত্তারক্ষীদের কড়া প্রহরা টপকে মাঠে ঢুকে পড়েন এক উলঙ্গ পুরুষ দর্শক।


খেলা চলাকালীন সময়ে হঠাৎ মাঠে ঢুকে ব্যাট করতে থাকা কেন উইলিয়ামসনের দিকে যেতে থাকেন। তবে নিরাপত্তারক্ষীদের ধাওয়াতে তাদের সঙ্গে চোর-পুলিশ খেলতে শুরু করেন। লজ্জা স্থান হাত দিয়ে ঢেকে আচমকা তীব্র গতিতে ছুটতে থাকা এই দর্শককে ধরতে রীতিমতো বেগ পেতে হচ্ছিল কমলা জার্সিতে মোতায়েন থাকা নিরাপত্তাকর্মীদের।


ধর-পাকড়ের খেলা বেশ উপভোগ করেছিলেন গ্যালারিতে হাজির থাকা কয়েক হাজার দর্শক। শেষ পর্যন্ত এক নিরাপত্তাকর্মী তাকে ঝাপটে ধরে ফেলেন। এরপর মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।


এমন ঘটনার সময় ম্যাচটি ৫-১০ মি. প্রায় বন্ধ ছিল। যেকারণে ৮৭ ওভার প্রথম দিনে খেলা হয়। আর এজন্য নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের শতক না হওয়ার পেছনে এই সময় নষ্ট করাকে দায়ী করছেন ভক্তরা। প্রশ্ন উঠেছে নিউজিল্যান্ডের সিকিউরিটি নিয়েও।


তবে ক্রিকেট মাঠে এমন দৃশ্য এটিই প্রথম নয়। ১৯৭৫ সালে ৫ আগস্ট ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজের চতুর্থ টেস্ট চলাকালীন সময়ে প্রথম এরকম কোন ঘটনা ঘটেছিল। লর্ডসে মাইকেল অ্যাঞ্জেলা নামক এক দর্শক উলঙ্গ হয়ে মাঠে প্রবেশ করেছিলেন।


উল্লেখ্য, মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। শনিবার দিনশেষে ৩ উইকেটে ২২২ রান করেছে নিউজিল্যান্ড। ২৩তম সেঞ্চুরির একদম কাছে পৌঁছে ৯৪ রানে ব্যাট করছেন অধিনায়ক উইলিয়ামসন। ৪২ রান করে তার সঙ্গী নিকোলস। পাকিস্তানের একমাত্র সফল বোলার শাহীন শাহ আফ্রিদি ৫৫ রানে নেন ৩ উইকেট।


সূত্রঃ স্পোর্টসজোন২৪