নিউজিল্যান্ড সফরে যাওয়া হচ্ছেনা বাংলাদেশী সাংবাদিকদের

ক্রিকেট দুনিয়া December 26, 2020 829
নিউজিল্যান্ড সফরে যাওয়া হচ্ছেনা বাংলাদেশী সাংবাদিকদের

আগামী বছর ২০২১ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সফর করবে নিউজিল্যান্ডে। তবে এই সফরে বাংলাদেশের সাংবাদিকদেরকে অনুমোদন দেওয়া হয়নি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এই অনুমোদন দিচ্ছে না।


সাধারণত বাংলাদেশের ক্রিকেটের যেকোনো বিদেশ সফরে সঙ্গী হন ক্রীড়া সাংবাদিকরা। খবর সংগ্রহ করে দেশের ক্রীড়াপ্রেমী পাঠকদের মাঝে তুলে ধরেন সেগুলো। নিউজিল্যান্ড সফরের জন্য তাই অনেকে সেরকম প্রস্তুতি সারছিলেন। তবে এই সফরে হচ্ছে না সেটি। কেননা এনজেডসি এর জন্য অনুমতি দেয়নি।


মূলত করোনার কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এনজেডসি। করোনাভাইরাস মোকাবেলায় অন্যতম সফল দেশ নিউজিল্যান্ড। দেশটির নিয়মেও তাই অনেক কড়াকড়ি। এর ফলেই অনুমতি প্রদান করা হচ্ছে না।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট