উইন্ডিজদের বিপক্ষে অনিশ্চিত সাইফউদ্দিন

ক্রিকেট দুনিয়া December 24, 2020 1,049
উইন্ডিজদের বিপক্ষে অনিশ্চিত সাইফউদ্দিন

সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে গোড়ালিতে চোট পেয়ে খেলতে পারেননি প্রথম পাঁচ। পরবর্তীতে খেললেও পারফরম্যান্সে পড়েছে ইনজুরির প্রভাব। তবে তখন ইনজুরি কাটিয়ে উঠলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনিশ্চিত সাইফউদ্দিন।


আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের সাথে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে ওয়ানডেও খেলবে বাংলাদেশ। কিন্তু এই সিরিজের আগে এমআরআই করানোর পর লিগামেন্টের কিছু সমস্যা দেখা দিয়েছে সাইফউদ্দিনের। তাতে অনিশ্চিত তিনি।


যদিও ২০ জানুয়ারিতে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে আগেই নিজেকে প্রস্তুত করবেন মাঠে নেমে পারফর্ম করতে এমনটাই জানিয়েছেন সাইফউদ্দিন। গতকাল (বুধবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে সাইফউদ্দিন নিজেই জানিয়েছেন।


গণমাধ্যমকে তিনি বলেছেন, “জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে এমআরআই করতে পারিনি। টুর্নামেন্ট শেষে এমআরআই করিয়ে লিগামেন্টে কিছু সমস্যা পাই। আমি অবশ্য কিছুটা ব্যথা অনুভব করেছিলাম, ভেবেছিলাম এক সপ্তাহ পর চলে যাবে। কিন্তু হয়নি।


এখন দেবাশিষ (বিসিবির প্রধান চিকিৎসক) স্যার, শাওন ভাই, বায়োজিদ ভাইদের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। উনাদের প্লান অনুযায়ী এগোচ্ছি। আমাকে প্রায় তিন সপ্তাহের মতো পর্যবেক্ষণে থাকতে হবে।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪