আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্বীকৃতি পাওয়া তিনটি ফরম্যাট হচ্ছে টেস্ট, ওয়ান ডে, টি-টিয়েন্টি। এর পর টি-টিন, থ্রি-টিমস এবং হান্ড্রেড বল ক্রিকেট নিয়েও বেশ সাড়া পাওয়া গেছে। এবার নতুন একটি ফরম্যাটের স্বাদ পেতে যাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। যার নাম আল্টিমেট ক্রিকেট চ্যালেঞ্জ (ইউকেসি)।
দলীয় খেলা ক্রিকেট এবার ব্যক্তিগত লড়াইয়ে খেলা যাবে। যার প্রথম আসরে দেখা যাবে যুবরাজ সিং, কেভিন পিটারসেন, ক্রিস গেইল, ইয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল ও রশিদ খানকে।
বিশ্ব ক্রিকেটের সুপরিচিত ৬ মুখ একে অপরের বিপক্ষে লড়বেন রাউন্ড রবিন লিগে। ১৬ ম্যাচের এই টুর্নামেন্টে একটি ম্যাচ জিতলে দেয়া হবে ২ পয়েন্ট। সেরা চার জন চলে যাবেন সেমিফাইনালে। এর পর হবে শিরোপার লড়াই ফাইনাল।
একনজরে আল্টিমেট ক্রিকেট চ্যালেঞ্জের বিস্তারিত:
কবে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট: ২৪ ডিসেম্বর, ২০২০ থেকে ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত।
কোথায় খেলা হবে: দুবাইয়ের কোকাকোলা এরিনায়।
কারা মাঠে নামবেন: যুবরাজ সিং, কেভিন পিটারসেন, ক্রিস গেইল, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল ও রশিদ খান। ৬ জন ক্রিকেটার একে অপরের বিরুদ্ধে রাউন্ড রবিন লিগে লড়াই চালাবেন। ম্যাচ জিতলে ২ পয়েন্ট। সংগৃহীত পয়েন্টের ভিত্তিতে চার জন ক্রিকেটার সেমিফাইনালে যাবেন। সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে একই দিনে।
খেলার ফরম্যাট: দু’জন ক্রিকেটার একে-অপরের বিরুদ্ধে মাঠে নামবেন। ১৫ বলের ২টি করে ইনিংসে ব্যাট করার সুযোগ পাবেন তাঁরা। ব্যাট এবং বল দু’টিই করতে হবে। যদিও বোলিংয়ের সময় সর্বোচ্চ ৭টি বল অন্য ক্রিকেটারকে দিয়ে করানো যেতে পারে। একজন উইকেটকিপার ও একজন বাড়তি ফিল্ডার মাঠে নামানো যাবে। স্পিন বা পেস, যে কোনও ধরণের বলই করা যাবে।
কীভাবে সংগ্রহ করা যাবে রান: ক্রিকেটাররা দৌড়ে রান নিতে পারেন। এছাড়া ১, ২, ৩, ৪ ও ৬ রানের আলাদা আলাদা জোন ভাগ করা থাকবে। বোলারের পিছনে বুলস আইয়ে বল মারতে পারলে ১২ রান যোগ হবে। সঙ্গে অতিরিক্ত একটি বলও পাওয়া যাবে। যতবার আউট হবেন কোনও ক্রিকেটার, তাঁর সংগ্রহ থেকে ৫ রান করে বাদ দেওয়া হবে। ক্যাচ, বোল্ড, রান-আউট, হিট-উইকেট প্রভৃতির সঙ্গে বোলার ডট বল করলেও তা উইকেট হিসেবে বিবেচিত হবে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪