প্রথম দুই ম্যাচে জয়ী হয়ে এগিয়ে থাকায় আজ মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচ জিতে সফরকারী পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ২-০ হোয়াইটওয়াশ করতে চায় স্বাগতিক নিউজিল্যান্ড। সংক্ষিপ্ত ভার্সনে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য কেন উইলিয়ামসনদের।
অন্য দিকে টেস্ট সিরিজের আগে শেষ টি-টোয়েন্টি জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় পাকিস্তান। আজ নেপিয়ারে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।
অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় নিউজিল্যান্ড। হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচে অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের অপরাজিত ৯৯ রানের কল্যাণে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান করে পাকিস্তান।
হাফিজকে আক্ষেপ উপহার দিয়ে ম্যাচটি পরবর্তীতে ৯ উইকেটে জিতে নেয় নিউজিল্যান্ড। ফলে এক ম্যাচ বাকি রেখেই কিউইরা সিরিজ নিশ্চিত করে। যদিও সর্বশেষ দুই সিরিজে নিউজিল্যান্ডকে জিততে দেয়নি পাকিস্তান।
এবার কিউইদের প্রতিশোধের পালা। ২০১৮ সালের অক্টোবরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের প্রতিশোধ। পাশাপাশি প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জাও উপহার দেওয়ার সুযোগ। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, দুই সিরিজ পর আমরা পাকিস্তানের বিপক্ষে জিতেছি।
এবার পাকিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ। অতীতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারিনি আমরা। পাকিস্তান আমাদের হোয়াইটওয়াশ করেছে। এবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চাই।
অন্যদিকে সিরিজ হারলেও হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়ে টেস্ট সিরিজের আগে জয় পেতে মুখিয়ে আছে পাকিস্তান। দলের অধিনায়ক শাবাদ খান বলেন, টেস্ট সিরিজের আগে শেষ টি-টোয়েন্টিতে আমরা জিততে চাই।
এতে দলের মধ্যে চাঙ্গাভাব থাকবে। সিরিজ হেরে আমরা হতাশ। তবে শেষ টি-টুয়েন্টিতে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। - কালের কন্ঠ অনলাইন