নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজের পর এই টেস্ট থেকেও ছিটকে গেছেন পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম। তার পরিবর্তে পাকিস্তানের নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ মাউঙ্গানুইতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে পিসিবি। যেখানে রিজওয়ানকে পাকিস্তানের ৩৩তম টেস্ট অধিনায়ক ঘোষণা করা হয়।
দলে নতুন মুখ ২৪ বছর বয়সী ইমরান বাট চলমান। কায়েদ – ই – আজম ট্রফিতে ৩ ম্যাচে ১৯১ রান করেন । ২০১৯-২০ কায়েদ – ই আজম ট্রফিতে ৯৩৪ রান করা ইমরান বাট ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক ।
উল্লেখ্য,গত রবিবার দলের অনুশীলনে ডান হাতের বুড়ো আঙুলে চোট পান পাকিস্তানের সব সংস্করণের দলনেতা বাবর। পরে স্থানীয় একটি হাসপাতালে এক্স-রে করে মিলে খারাপ খবর। ফলে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না তিনি। দ্বিতীয় টেস্টেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। পুরো সফরো পাকিস্তান পাচ্ছেনা ওপেনার ইমাম উল হককেও। ইনজুরিতে সফর শেষ তার।
প্রথম টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড:
মােহাম্মদ রিজওয়ান ( অধিনায়ক , উইকেটরক্ষক ) , আবিদ আলি , আজহার আলি , ফাহিম আশরাফ , ফাওয়াদ আলম , হারিস সােহেল , ইমরান বাট , মােহাম্মদ আব্বাস , নাসিম শাহ , সরফরাজ আহমেদ , শাদাব খান , শাহীন শাহ আফ্রিদি , শান মাসুদ , সােহেল খান ও ইয়াসির শাহ ।
সূত্রঃ স্পোর্টসজোন২৪