বাংলাদেশে বিশাল বহর নিয়ে আসছে ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট দুনিয়া December 20, 2020 1,317
বাংলাদেশে বিশাল বহর নিয়ে আসছে ওয়েস্ট ইন্ডিজ

আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলবে ক্যারিবিয়ানরা। অন্যদিকে দীর্ঘ ৯ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা।


আর এই সিরিজের জন্যে বিশাল বহর পাঠাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে প্রায় ২৫ সদস্যের দল আসবে বাংলাদেশ। এমনটা জানিয়েছে উইন্ডিজ বোর্ডের প্রধান নির্বাচক রজার হার্পার।


গণমাধ্যমকে তিনি বলেন, “এটা সংক্ষিপ্ত সিরিজ এবং আমরা ওয়ানডের খেলোয়াড়দেরও সঙ্গে রাখবো। কোনো খেলোয়াড় যদি ইনজুরি পরে, সেই সঙ্গে ওয়ানডে সিরিজ বা টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তাদের আমরা সঙ্গে রাখবো।”


প্রসঙ্গত যে, আগামী ২০ জানুয়ারি শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২২ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দু’দল। এছাড়া ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪