বিগ ব্যাশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ফিফটি করলেন ক্রিস্টিয়ান

ক্রিকেট দুনিয়া December 20, 2020 1,012
বিগ ব্যাশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ফিফটি করলেন ক্রিস্টিয়ান

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ফিফটির নতুন ইতিহাস গড়লেন সিডনি সিক্সার্সের অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ান। অ্যডিলেড স্টাইকারের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি করেন এই অস্ট্রেলিয়ান।


হোবার্টের বেলেরিভ ওভালে বিগ ব্যাশের ১১তম ম্যাচে

অ্যডিলেড স্টাইর্ক্সের মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স। আর এই ম্যাচে মাত্র ১৫ বলে ৫ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৫০ রান করে ইতিহাস গড়েন ক্রিস্টিয়ান। শেষ পর্যন্ত ১৬ বলে এই ৫০ রানেই আউট হন এই ডানহাতি ব্যাটসম্যান।


সূত্রঃ স্পোর্টসজোন২৪