তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানকে ৯ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। সেই সাথে ২-০ তে সিরিজ নিজেদের করে নিল উইলিয়ামসনের নেতৃত্বাধীন দল।
প্রথম ব্যাট করে হাফিজের ৯৯ রানের অপরাজিত ইনিংসে পাকিস্তানের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৬৩ রানে। কিন্তু সেইফার্টের অপরাজিত ৮৪ রানের ইনিংসে ১৯.২ বলেই ১৬৪ রান তুলে নিউজিল্যান্ড। ফলে ৯ উইকেট জয় পেয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় নিউজিল্যান্ড।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় কিউইরা। তবে দলীয় ৩৫ রানে ১১ বলে ২১ রান করা গাফটিলকে ফিরিয়ে কিছুটা হলেও চাপে ফেলতে চেয়েছিল পাকিস্তান।
তবে সেটা করতে দেননি অধিনায়ক কেন উইলিয়ামসন ও টিম সেইফার্ট। দু’জনে ১২৯ রানের অনবদ্য এক জুটি গড়ে ৪ বল বাকি থাকতেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৩ ছক্কা ও ৮ চারে সেইফার্ট খেলেন ৬৩ বলে ৮৪ রানের ইনিংস এবং ১ ছক্কা ও ৮ চারে উইলিয়ামসন খেলেন ৪২ বলে ৫৭ রানের ইনিংস।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানের মাথায় দুই উইকেট হারায় পাকিস্তান। হায়দার আলী ৮ ও শফিক ফিরেন শূন্য রানে। ২০ বলে ২২ রান করে ফিরেন ওপেনার রিজওয়ানও। একপাশ থেকে মোহাম্মদ হাফিজ দলের হাল ধরলে তাকে সঙ্গ দিতে পারেননি অধিনায়ক শাদাব খান। তবে খুশদিল শাহকে নিয়ে হাফিজ ৬৩ রানের জুটি গড়েন তিনি। ১৪ রান করে ফিরেন খুশদিল।
দলের বাকিরা আসা-যাওয়ার মধ্যে থাকলেও ৫ ছক্কা ও ১০ চারে ৫৭ বলে ৯৯ রানের অপরাজিত ইনিংস খেলেন হাফিজ। যেখানে শেষ ওভারের শেষ তিন বলে ছক্কা-চার ও ছক্কা হাঁকান হাফিজ। তারপরও এক রানের আক্ষেপ থেকে গেল তার। তবে টি-টোয়েন্টিতে এটিই হাফিজের ক্যারিয়ার সেরা ইনিংস।
• সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১৬৩/৬(২০)
হাফিজ ৯৯(৫৭)*, রিজওয়ান ২০(২২)
সাউদি ৪/২১, নিশাম ১/১০
নিউজিল্যান্ড ১৬৪/১(১৯.২)
সেইফার্ট ৮৪(৬৩)*, উইলিয়ামসন ৫৭(৪২)*
আশরাফ ১/১৯
ফলাফলঃ ৯ উইকেটে জয়ী নিউজিল্যান্ড।
সূত্রঃ স্পোর্টসজোন২৪