বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৫ আইকন ক্রিকেটারদের পারফরম্যান্স

ক্রিকেট দুনিয়া December 20, 2020 1,099
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৫ আইকন ক্রিকেটারদের পারফরম্যান্স

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে শিরোপা ঘরে তুলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ৫ দলের জন্য ছিল পাঁচজন আইকন ক্রিকেটার। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ অসুস্থ থাকার কারণে তাকে দলে নেয়নি মিনিস্টার অফ রাজশাহি।


সুযোগ পেয়ে সাকিব আল হাসানকে সহ মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নিয়েছিল জেমকন খুলনা। এছাড়াও ফরচুন বরিশালের আইকন ক্রিকেটার হয়ে খেলেছেন তামিম ইকবাল। গাজী গ্রুপ চট্টগ্রাম দলে খেলেছেন মুস্তাফিজুর রহমান। বেক্সিমকো ঢাকা দলের আইকন ক্রিকেটার ছিলেন মুশফিকুর রহিম।


আসুন দেখে নিই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে কেমন খেলল ৫ আইকন ক্রিকেটার।


১। মোস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ চট্টগ্রাম) : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট চট্টগ্রামে হয়ে খেলেছেন বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। আইকন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভালো খেলেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট পুরস্কার লাভ করেছেন তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১০ ইনিংসে ৬.২৫ ইকোনমিক রেটে ২২ টি উইকেট নিয়েছেন তিনি।


২। মাহমুদুল্লাহ রিয়াদ (জেমকন খুলনা) : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট জেমকন খুলনা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফাইনালে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং এর উপর ভর করেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জেমকন খুলনা। টুর্নামেন্টের রান সংগ্রহের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন তিনি। ১০ ম্যাচে ১৩০ স্ট্রাইক রেট ২৭৪ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরমধ্যে ফাইনালে অপরাজিত ৭০ রান করেছেন তিনি।


৩। মুশফিকুর রহিম (বেক্সিমকো ঢাকা) : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের বেক্সিমকো ঢাকার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মুশফিকুর রহিম। টুর্নামেন্টের প্রথমদিকে পরপর তিনটি ম্যাচ হেরে বেশ সমালোচনার মুখে পড়েছিল তার দল। যদিও এর পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মুশফিকুর রহিমরা। ব্যাট হাতেও টুনামেন্টের ভালোই করেছেন মুশফিকুর রহিম। রান সংগ্রহের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। ১০ ম্যাচে একটি হাফসেঞ্চুরি সহ ২৮৭ রান করেছেন মুশফিকুর রহিম।


৪। তামিম ইকবাল (ফরচুন বরিশাল) : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে বরিশালের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। টুর্ণামেন্টে তেমন ভালো পারফর্মেন্স করতে পারেনি তার দল। তবে ব্যক্তিগতভাবে এই টুর্নামেন্টে ভালো রান করেছেন তামিম। প্রায় প্রতিটি ম্যাচেই ৩০+ স্কোর করেছেন তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ৯ ম্যাচে ৪০ গড়ে ৩২৪ রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল। এর মধ্যে রয়েছে দুটি অর্ধশতক। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭৭ রান।


৫। সাকিব আল হাসান (জেমকন খুলনা) : আইকন ক্রিকেটার হিসেবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন সাকিব আল হাসান। দীর্ঘ এক বছর পর টুর্ণামেন্টে মাহমুদুল্লাহ রিয়াদের দল জেমকন খুলনার হয়ে খেলেছেন তিনি। নিষেধাজ্ঞা থেকে ফিরে নিজেকে পুরনো রূপে ফিরে পাননি সাকিব আল হাসান। বল হাতে দুর্দান্ত করলেও ব্যাট হাতে তেমন ভালো করতে পারেনি তিনি। ব্যাট হাতে ৯ ইনিংসে করেছেন মাত্র ১১০ রান। এছাড়াও বল হাতে তুলে নিয়েছেন ৬ টি উইকেট।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট