টেস্টে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ল ভারত

ক্রিকেট দুনিয়া December 19, 2020 1,679
টেস্টে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ল ভারত

অ্যাডিলেডে দিবারাত্রির গোপালি বলের টেস্টের তৃতীয় দিনেই নিয়েছে রোমাঞ্চকর মোড়। তৃতীয় দিন ব্যাট করতে অস্ট্রেলিয়ার দুই পেসার প্যাট কামিনস ও জশ হ্যাজলউড। নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৩৬ রানে শেষ হয়ে গেছে ভারতের ইনিংস। অ্যাডিলেড টেস্টের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি স্বাগতিকদের হাতে, ম্যাচ জিততে তাদের প্রয়োজন মাত্র ৯০ রান।


চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট করে দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করেতে নেমে ১৯১ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩৬ রানে থামে যায় ভারত।


তৃতীয় ইনিংসে ব্যাট করতে নামলে গতকাল ৯ রানে ১ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে ভারত। তবে আজ তৃতীয় দিনে ২৭ রান তুলতেই সবকয়টি উইকেট হারায় সফরকারী ভারত।


ভারতের পক্ষে ব্যাট হাতে ন্যুনতম প্রতিরোধ গড়তে পারেননি কোনও ব্যাটসম্যান। সর্বোচ্চ ৯ রান করেছেন মায়াঙ্ক আগারওয়াল, হানুমা বিহারি করেছেন ৮ রান। রানের খাতা খোলার আগেই থেমেছেন তিনজন। টেস্ট ক্রিকেটে দলের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কে যেতে না পারার মাত্র দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে এমন লজ্জায় পড়েছিল দক্ষিণ আফ্রিকা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪