জানুয়ারিতে ঘোষণা হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাংলাদেশ দল। এই সিরিজের বাংলাদেশ দলে থাকছে না কোন চমক। মাত্র একটি টুর্নামেন্ট দেখেই প্লেয়ার পরিবর্তনের পক্ষে নন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তরুণদের আরও সময় দিতে চান বলে জানিয়েছেন তিনি।
২০২০ সালটা ভালো যায়নি ক্রিকেট বিশ্বের। বাংলাদেশও তার ব্যতিক্রম না। অনেক চেষ্টা করেও সম্ভব হয়নি শ্রীলঙ্কা সিরিজ আয়োজনের পরিকল্পনা। অবশেষে বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে ফিরেছে বাংলাদেশের ক্রিকেট। যাতে নিয়মিত পারফর্মারদের পাশাপাশি ভালো করেছেন অনেক ইয়াং প্লেয়াররা।
অনেকেই মনে করেছেন এই সিরিজে কয়েকজন নতুন প্লেয়ার সুযোগ পাবেন। যেহেতু, লোয়ার অর্ডার নিয়ে একটা সমস্যা বাংলাদেশের ছিলই। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচক। গণমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “একটা টুর্নামেন্ট দিয়ে সবাইকে বোঝা মুশকিল। একটা দীর্ঘ প্রক্রিয়া দরকার। অল্প কয়টা ম্যাচ দেখে বের করা সম্ভব নয়। লোয়ার অর্ডারে ফিনিশার এখনও খুঁজে পায়নি বোর্ড। তবে সময় নিয়ে তা করা হবে।”
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেই টি-২০ ম্যাচে। এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা কি কাজে লাগবে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে? নান্নু জানিয়েছেন, “মহামারির সময়ে বায়ো বাবলে থেকে যে ক্রিকেট আয়োজন করা হয়েছে তা কাজে দিবে ভবিষ্যতে।”
ইতোমধ্যে ঘোষণা করা হয়ে গেছে বংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দিনক্ষণ। ঢাকায় জানুয়ারির ২০ তারিখে হবে প্রথম ওয়ানডে। ২ এবং ২৫ তারিখ হবে বাকি দুইটি ম্যাচ। ৩ এবং ১১ ফেব্রুয়ারি হবে দুইটি টেস্ট ম্যাচ।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি