বর্ষসেরা টেস্ট স্কোয়াড ঘোষণা করলো উইজডেন, নেই কোহলি-স্মিথ

ক্রিকেট দুনিয়া December 16, 2020 2,187
বর্ষসেরা টেস্ট স্কোয়াড ঘোষণা করলো উইজডেন, নেই কোহলি-স্মিথ

আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা দুই ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও বিরাট কোহলি। অথচ তাদের বাদ দিয়েই ২০২০ সালের সেরা টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন অ্যালমানাক।


করোনাভাইরাসের কারণে খুব বেশি ম্যাচ হয়নি এই বছর। তারপরও ২০১৯ সালের ১১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত, যে অল্পকটি ম্যাচ হয়েছে তার প্রেক্ষিতে নির্বাচন করা হয়েছে এবারের সেরা টেস্ট একাদশ।


আর সেই একাদশে স্মিথ-কোহলি ছাড়াও নেই টেস্টের সেরা বোলার প্যাট কামিন্স। এই দলে অধিনায়ক করা হয়েছে নিউজিল্যান্ডের দলপতি কেন উইলিয়ামসনকে। সাউথ এশিয়ার দলগুলোর মধ্যে কেবল পাকিস্তানের দুইজন জায়গা পেয়েছেন সেরা একাদশে, দুজনই ব্যাটসম্যান।


উইজডেনের বর্ষসেরা টেস্ট একাদশ-

ডম সিবলি, বেন স্টোকস, স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড), শান মাসুদ, বাবর আজম (পাকিস্তান), কেন উইলিয়ামসন, টিম সাউদি, কাইল জেমিসন (নিউজিল্যান্ড), মার্নাস লাবুশেন, নাথান লায়ন (অস্ট্রেলিয়া) এবং কুইন্টন ডি কক (সাউথ আফ্রিকা)।


সূত্রঃ স্পোর্টসজোন২৪