অবশেষে বাংলাদেশ সফর চূড়ান্ত করল ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট দুনিয়া December 15, 2020 927
অবশেষে বাংলাদেশ সফর চূড়ান্ত করল ওয়েস্ট ইন্ডিজ

ক’রোনা মহামারি শুরু হওয়ার পর এখনো আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেনি বাংলাদেশ। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সূচি অনুযায়ী জানুয়ারিতে সিরিজটি আয়োজনের সূচি রয়েছে। দুই বোর্ডের মধ্যে আলাপ-আলোচনা শেষে সিরিজে চূড়ান্ত হয়েছে। এক টুইটে এ খবর জানিয়েছে আইসিসি।


ক্যারিবিয়ানদের বাংলাদেশ সফর শুরু হবে ২০ জানুয়ারি। আর শেষ হবে ১৫ ফেব্রুয়ারী। সেক্ষেত্রে প্রথম সপ্তাহেই আসতে পারে উইন্ডিজরা। এর মধ্যে আসন্ন এই সিরিজে দুটি টেস্ট ও ৩ ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহী নয় ক্যারিবিয়ানরা।


তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের কথা থাকলেও ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে কমানো হয়েছে একটি টেস্ট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে এই সিরিজের ম্যাচগুলো।


ক্যারিবীয়দের আসন্ন এই সফর নিয়ে বেশ কিছুদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছিল বিসিবি। ডব্লিউআইসিবিকে বেশ কিছু তথ্য দিয়েছিল বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থাটি। বিসিবির দেয়া তথ্য মতেই তারা সফর করার সিদ্ধান্ত জানিয়েছে।


কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের পর্যবেক্ষক একটি দলও এসে সবকিছু দেখে সন্তুষ্টি জানিয়েছিলেন। আর তাতেই সফর চূড়ান্ত করেছে তারা। বাংলাদেশ সফরে এসে এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ দলকে। তবে এই সময় তারা অনুশীলন করতে পারবে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪