অখেলোয়াড় সূলভ আচরণের জন্য মুশফিককে শাস্তি দিল বিসিবি

ক্রিকেট দুনিয়া December 15, 2020 1,716
অখেলোয়াড় সূলভ আচরণের জন্য মুশফিককে শাস্তি দিল বিসিবি

মাঠে মেজাজ হারানোটা ঠিক হয়নি, সেটা দেরিতে হলেও মুশফিকুর রহিম ঠিকই বুঝতে পেরেছেন। আর তাই নিজের সেই ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক। দলের খেলোয়াড় নাসুম আহমেদের কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন মুশফিক। কিন্তু ক্ষমা চেয়েও পার পাননি। পেয়েছেন বড় শাস্তি!


সতীর্থ খেলোয়াড় নাসুমকে মারতে উদ্যত হওয়ায় তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, মুশফিক কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন। যেটি আসলে লেভেল-১ মাত্রার অপরাধ। ফলে তার আচরণবিধিতে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করেছে বিসিবি।


টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, মোট চারটি ডিমেরিট পয়েন্ট পেলে তা এক ম্যাচের নিষেধাজ্ঞা ডেকে আনবে। তার বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের রিপোর্ট করেছেন অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল, মাহফুজুর রহমান, তৃতীয় আম্পায়ার মাসুদুল রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান। আর শাস্তি ঘোষণা করেছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।


গতকাল সোমবার, ১৪ ডিসেম্বর ফরচুন বরিশালের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে মুশফিক ফিল্ডিংয়ের সময় সহ খেলোয়াড় নাসুম আহমেদের সঙ্গে দু’দুবার বাজে আচরণ করেন। একবার ফিল্ডিংয়ে বল কুড়ানোর সময় এবং আরেকবার ক্যাচ ধরার সময় সংঘর্ষ এড়াতে নাসুম আহমেদের সঙ্গে তার প্রায় ঠোকাঠুকি হয়ে গিয়েছিল।


দু’বারই মুশফিক বল হাতে নিয়ে নাসুমকে ঘুসি মারার ভঙ্গি করেন। বেচারা নাসুম ঘটনায় হতবাক হয়ে ম্লান মুখে সময়টা কাটান। মাঠে ম্যাচ চলাকালে মুশফিকের মতো একজন সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে এমন আচরণ দেখে সবাই হতবাক হয়ে যান। এজন্যই সমালোচনায় বিদ্ধ হন মুশফিক।


সূত্রঃ স্পোর্টসজোন২৪