সবার কাছে ক্ষমা চাইলেন মুশফিকুর রহিম

ক্রিকেট দুনিয়া December 15, 2020 1,128
সবার কাছে ক্ষমা চাইলেন মুশফিকুর রহিম

গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর রাউন্ডে ফরচুন বরিশালের বিপক্ষে মেজাজ হারিয়ে সতীর্থ নাসুমের দিকে তেড়ে যান বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যাচে বরিশালের ইনিংসের ১৩-তম ওভারে একবার এবং ১৭তম ওভারে আরও একবার নাসুম আহমেদকে মারতে উদ্যত হন মুশফিক।


জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে তার এমন আচরণ ভালোভাবে নেননি ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠেছে সমালোচনার ঝড়।


এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে নাসুম, সৃষ্টিকর্তা ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন মি. ডিপেন্ডেবেল। পোস্টে মুশফিক লিখেন…


‘আসসালামু আলাইকুম, প্রথমেই আমি গতকালের ম্যাচে যা ঘটেছে তার জন্য আমার সমর্থক ও দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ম্যাচের পরে আমি আমার সতীর্থ নাসুমের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি। তারপর আমি ক্ষমাপ্রার্থনা করছি সর্বশক্তিমানের প্রতি। আমি সবসময় মনে করি সবকিছুর ওপরে আমি একজন মানুষ এবং গতকাল আমার আচরণ মোটেও প্রত্যাশিত ছিল না। ইনশাল্লাহ আমি প্রতিজ্ঞা করছি, ভবিষ্যতে এমন কোন আচরণের পুনরাবৃত্তি হবে না, সেটা মাঠে বা মাঠের বাহিরে হোক। যাজাকাল্লাহ খাইর।’


সূত্রঃ যমুনা টিভি অনলাইন