চট্টগ্রামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো খুলনা

ক্রিকেট দুনিয়া December 14, 2020 1,198
চট্টগ্রামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো খুলনা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলো জেমকন খুলনা। চট্টগ্রাম ২১১ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই শূন্য রানে মাশরাফীর বলে আউট হয়ে যান সৌম্য সরকার আর ২৪ রান করে মাশরাফীর বলে আউট হন লিটন দাস।


মাহমুদ আর মিঠুন ব্যাটিংয়ে চট্টগ্রামকে স্বপ্ন দেখালেও মাহমুদ ৩১ রানে আউট হয়ে যান আর মিঠুন আউট হন ৫৩ রানে। আর শামসুর রহমান করেন ১৮ রান। চট্টগ্রামের আর কেউ উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি।


প্রথমে টস হেরে ব্যাট করতে নামা খুলনাকে উড়ন্ত সূচনা এনে দেন জহুরুল ইসলাম আর জাকির হোসেন। গড়েন ৭১ রানের জুটি। এরপর ছিলো ইমরুল কায়েসের ১২ বলে ২৫ রানের ক্যামিও।


হাফসেঞ্চুরি করা জহুরুল ইসলাম ফেরেন ৫১ বলে ৮০ রানের ইনিংস খেলে। মাহমুদুল্লাহ রিয়াদের ৯ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস আর সাকিব আল হাসানের ২৮ রানে ভর করে ২১০ রানের বড় সংগ্রহ পায় খুলনা।


• সংক্ষিপ্ত স্কোর


জেমকন খুলনা: ২১০/৭ (২০ ওভার)


(জহুরুল ৮০, জাকির ১৬, ইমরুল ২৫, সাকিব ২৮, মাহমুদউল্লাহ ৩০, আরিফুল ১৫, মোস্তাফিজ ২/৩১, মোসাদ্দেক ১/২৭)।


গাজী গ্রুপ চট্টগ্রাম: ১৬৩ (১৯.৪ ওভার)


(লিটন ২৪, মাহমুদুল ৩১, মিঠুন ৫৩, মোসাদ্দেক ১৭, শামসুর ১৮, মাশরাফি ৫/৩৫, হাসান মাহমুদ ২/৩৫, আরিফুল ২/২৬)।


ফলাফল: খুলনা ৪৭ রানে জয়ী।


সূত্রঃ যমুনা টিভি অনলাইন