সাশ্রয়ী দামে বড় ডিসপ্লের ফ্যাবলেট এনেছে প্যানাসনিক!

নতুন প্রযুক্তি April 29, 2016 1,369
সাশ্রয়ী দামে বড় ডিসপ্লের ফ্যাবলেট এনেছে প্যানাসনিক!

'ইলুগা আই ৩' মডেলের বড় ডিসপ্লের একটি ফ্যাবলেট বাজারে ছেড়েছে প্যানাসনিক। ফ্যাবলেটটির ডিসপ্লে ৫.৫ ইঞ্চির। এতে এইচডি আইপিএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে ৪জি ভল্ট প্রযুক্তিওর সংমিশ্রণ দেয়া হয়েছে।


বুধবার আন্তর্জাতিক বাজারে ডিভাইসটি উন্মুক্ত করা হয়। এটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। অ্যানড্রয়েড ৫.১ অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে আছে প্যানাসোনিক ফিটহোম ইউজার। ডিভাইসটিতে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ও ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সঙ্গে রয়েছে এলইডি ফ্লাশ।


প্যানাসনিকের নতুন এই ফ্যাবলেটটিতে আছে ১.৩ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর, ২ জিবি র্যাম ও ১৬ জিবি বিল্টইন মেমোরি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফ্যাবলেটে ডুয়েল সিমের সুবিধা রয়েছে। আরও আছে ওয়াই-ফাই, ওয়াই-ফাই ডিরেক্ট, ব্লু-টুথ ও জিপিএস।


ভারতের বাজারে ফ্যাবলেটটির মূল্য ৯ হাজার ২৯০ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১০ হাজার ৯৫১ টাকা।