বাঁচা মরার ম্যাচে ইয়াসিরের ফিফটিতে লড়াকু পুঁজি পেল ঢাকা

ক্রিকেট দুনিয়া December 14, 2020 663
বাঁচা মরার ম্যাচে ইয়াসিরের ফিফটিতে লড়াকু পুঁজি পেল ঢাকা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটরে মুখোমুখি হয়েছে বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল। বাঁচা-মরার এ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৫০ রান সংগ্রহ করে ঢাকা।


মিরপুরে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। আগের ম্যাচে দারুণ শতক হাঁকানো নাঈম এদিন ১১ বলে ৫ রান করে ফিরেন। তার সাথে ব্যর্থ আল-আমীনও। কোন রান না করেই দলীয় ৬ রানে ফিরেন তিনি।


জ্বলে উঠতে পারেনি ওপেন করতে নামা সাব্বির। ১৪ বল মোকাবিলায় তিনি করেন ৮ রান। দলের এমন বিপর্যয়ের মূহুর্তে অধিনায়ক মুশফিক হাল ধরলেও বেশি সময় দাঁড়াতে পারেননি। ৩০ বলে ১ ছক্কা ও ৪ চারে ৪৩ রান করে ফিরেন তিনি।


এরপর ইয়াসির রাব্বি ও আকবর আলী মিলে দলকে বড় সংগ্রহ এনে দিতে চাইলে ৩৬ রানের জুটি গড়ে ১ ছক্কা ও ৩ চারে ৯ বলে ২১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন আকবর। তবে আকবর ফিরলেও মারকুটে ব্যাট চালাতে থাকেন রাব্বি। শেষ পর্যন্ত অর্ধশতক হাঁকিয়ে ২ ছক্কা ও ৩ চারে ৪৩ বলে ৫৪ রান করে ফিরেন এই ডানহাতি ব্যাটসম্যান।


সংক্ষিপ্ত স্কোর

বেক্সিমকো ঢাকা ১৫০/৮(২০)

রাব্বি ৫৪(৪৩), মুশফিক ৪৩(৩০)

মেহেদী ২/২৩, রাব্বি ২/৪০।


সূত্রঃ স্পোর্টসজোন২৪