করোনা নেগেটিভ তামিম ইকবালের, খেলবেন পরের ম্যাচ

ক্রিকেট দুনিয়া December 14, 2020 785
করোনা নেগেটিভ তামিম ইকবালের, খেলবেন পরের ম্যাচ

বঙ্গবন্ধু টি-২০ কাপের ফ্র্যাঞ্চাইজি বরিশালের অধিনায়ক তামিম ইকবাল শারীরিক ভাবে কিছুটা দুর্বল হলেও তিনি করোনাভাইরাসে আক্রান্ত নয়। কোভিড-১৯ টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে জাতীয় দলের এই অধিনায়কের।


শনিবার বরিশালের ম্যাচে ব্যাটিংয়ের পর আর ফিল্ডিংয়ে নামেননি তিনি। শরীরে হালকা জ্বর ছিলো। শারীরিক ভাবে দুর্বলতা অনুভব করেন তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শে মাঠ থেকে টিম হোটেলে চলে যান।


রোববার সকালে বেশি কয়েকটি টেস্ট করানো হয় তামিম ইকবালের। এর মধ্যে করোনাভাইরাস টেস্টের জন্যও নমুনা নেওয়া হয়। রাতেই টেস্টের রেজাল্ট আসে। যেখানে তামিম ইকবাল নেগেটিভ।


সোমবার এলিমিনেটর ম্যাচে ঢাকার বিপক্ষে তাই বরিশালের একাদশে দেখা যেতে পারে ড্যাশিং ওপেনারকে। এলিমিনেটর ম্যাচটি তামিম ইকবাল খেলতে পারেন এমন তথ্যই জানিয়েছেন বরিশালের কোচ সোহেল ইসলাম। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, অধিনায়ক সুস্থ আছেন।


কোচ সোহেল ইসলাম একটি গণমাধ্যমকে জানান, ‘চট্টগ্রাম ও ঢাকার বিপক্ষে পরপর দুই ম্যাচ রাতে খেলার কারণে ঠাণ্ডা লেগেছিল তামিমের। তবে সেটা এখন আর নেই। সে সুস্থ আছে। আশা করি কালকে খেলবে।’


সূত্রঃ এসএনপি স্পোর্টস