বিগ ব্যাশে নিজেদের দ্বিতীয় ম্যাচেই বিগ ব্যাশ ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ল সিডনি সিক্সার্স। আসরের ষষ্ঠ ম্যাচে আজ মেলবোর্ন রেনেগেডসকে মাত্র ৬০ রানে আলআউট করে ১৪৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সিক্সার্সরা।
হোবার্টের বেলিরিভ ওভাল স্টেডিয়ামে রবিবার টস হেরে আগে ব্যাটিং করতে নামে সিডনি সিক্সার্স। ওপেনার জশ ফিলিপসের ব্যাটে দারুণ সূচনা পায় তারা। ঝড়ো ব্যাটিংয়ে ৩৬ বলে ফিফটি তুলে নেন ফিলিপস।
রেনেগেডস বোলারদের পিটিয়ে শতকের দিকে এগুতে থাকেন ফিলিপস। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। ৫ রান বাকি থাকতে ফিঞ্চের তালুবন্দি হয়ে ফিরতে হয় তাকে। ফেরার আগে ৫৭ বলে ৩ ছক্কা ও ৯ বাউন্ডারিতে করেন ৯৫ রান। তার বিদায়ের পর শেষ দিকে সিল্কের ১৯ বলে অপরাজিত ৪৫ রানের ঝড়ো ইনিংসে ৪ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে সিডনি সিক্সার্স।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রেনেগেডস। ১৪ রানে ফিঞ্চের বিদায়ের পর ১ রান বাদেই ফেরেন মার্শ। এরপর কেউই দাড়াতে পারেননি বেন দারউইশ ও ও কিফির বোলিংয়ের সামনে। শেষ পর্যন্ত মাত্র ৬০ রানে অলআউট হয়ে বিগ ব্যাশের আরেকটি সর্বনিম্ন স্কোরে নাম লেখায় রেনেগেডস।
বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে কম রানের রেকর্ডটি রেনেগেডসেরই। ৫৭ রানে অলআউট হয়েছিল তারা। এটি বিগ ব্যাশের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। তবে ওভারের দিক থেকে এটিউ উপরে। কেননা ৫৭ রানের বেলায় তারা ১২.৪ ওভার খেললেও এবার তারা ১০.৪ ওভারেই ৬০ রানে অলআউট হয়েছে।
এদিকে মেলবোর্ন রেনেগডসের লজ্জার রেকর্ডের বিপরীতে ১৪৫ রানে জিতে বিগ ব্যাশ ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে সিডনি সিক্সার্স। আগের রেকর্ডটি ছিল মেলবোর্ন স্টার্সের। এই রেনেগেডসকেই তারা ৫৭ রানে অলআউট করে ১১২ রানে জিতে এই রেকর্ড গড়েছিল।
সংক্ষিপ্ত স্কোর:
সিডনি সিক্সার্স ২০৫/৪(২০)
ফিলিপস ৯৫, সিল্ক ৪৫*
হাটজগলু ২/৪০
মেলবোর্ন রেনেগেডস ৬০/১০(১০.৪)
শন মার্শ ১৩, ম্যাকগ্রাক ১৩
দারউইশ ৪/১৩, ও’কিফি ৩/১৬।
সূত্রঃ স্পোর্টসজোন২৪