খারাপ সময় যেন কাটছে না পাকিস্তান দলের। নিউজিল্যান্ড সফরে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে তারা। সফরে যাবার পর দশজনের ক’রোনাভা’ইরাসে আক্রান্ত হওয়ার বাতিল হতে গেছিল পুরো সিরিজ। অবশেষে সে ধাক্কা সামলে যখন মাঠের খেলায় নজর দিয়েছিল বাবর আজমরা,ঠিক তখন আবার পেল বড় আরেক দুঃসংবাদ।
আঙুলের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলতে পারবেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। রবিবার সকালে অনুশীলনে ব্যাট করার সময় ডানহাতে বুড়ো আঙুলে ব্যথা পেয়েছেন টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নাম্বার টু এই ব্যাটসম্যান।
বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরা পড়ার কারণে কমপক্ষে ১২ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে বাবরকে। ফলে আগামী ১৮, ২০ ও ২২ ডিসেম্বর হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোতে অধিনায়ককে পাবে না পাকিস্তান। এদিকে বাবর ছিটকে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শাদাব খান।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পরিবর্তিত টি-টোয়েন্টি স্কোয়াডঃ-
শাদাব খান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হায়দার আলি, হারিস রউফ, হুসাইন তালাত, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির ও ওয়াহাব রিয়াজ।
সূত্রঃ স্পোর্টসজোন২৪