বঙ্গবন্ধু টি-২০ কাপের সেরা পাঁচ বোলারের তালিকা

ক্রিকেট দুনিয়া December 13, 2020 1,715
বঙ্গবন্ধু টি-২০ কাপের সেরা পাঁচ বোলারের তালিকা

পাঁচ দলের এই আসরের লিগ পর্ব শেষ হয়েছে শনিবার। মিনিস্টার গ্রুপ রাজশাহী দুর্ভাগা দল, যারা একমাত্র দল হিসেবে বাদ পড়েছে। ৮ ম্যাচে মাত্র ২টিতে জিতেছিল দলটি।


একদিন বিরতি দিয়ে সোমবারই শুরু হচ্ছে প্লে-অফের লড়াই। এর আগে দেখে নেওয়া যাক গ্রুপ পর্বশেষে সেরা পাঁচ ব্যাটসম্যান ও বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন যারা।


• সেরা ৫ বোলার


১। মোস্তাফিজ (গাজী গ্রুপ চট্টগ্রাম)

ম্যাচ ৭, ওভার ২৭.১, উইকেট ১৬, বেস্ট ফিগার ৪/৫, এ্যাভারেজ ৯.৭৫, ইকোনোমি ৫.৭৪,চার উইকেট ১ বার।


২। কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল)

ম্যাচ ৮, ওভার ২৭, উইকেট ১৪, বেস্ট ফিগার ৪/২১, এ্যাভারেজ ১৭.৫৭, ইকোনোমি ৮.৪৭, চার উইকেট ২ বার।


৩। শহিদুল ইসলাম (জেমকন খুলনা)

ম্যাচ ৭, ওভার ২২.৫, উইকেট ১৩, বেস্ট ফিগার ৪/১৭, এ্যাভারেজ ১৩.২৩, ইকোনোমি ৭.৫৩, চার উইকেট ১ বার।


৪। মুক্তার আলী (বেক্সিমকো ঢাকা)

ম্যাচ ৮, ওভার ২৬, উইকেট ১৩, বেস্ট ফিগার ৪/৩৭, এ্যাভারেজ ১৮.৩৮, ইকনোমি ৯.১৯, চার উইকেট ১ বার।


৫। রবিউল ইসলাম রবি ( বেক্সিমকো ঢাকা)

ম্যাচ ৬, ওভার ১৮.৩, উইকেট ১২, বেস্ট ফিগার ৫/২৭, এ্যাভারেজ ১১.১৬, ইকোনোমি ৭.২৪, ৫ উইকেট ১ বার।


সূত্রঃ স্পোর্টসজোন২৪