সাকিবদের উড়িয়ে দিয়ে ‘প্লে-অফ’ নিশ্চিত করল মুশফিকের ঢাকা

ক্রিকেট দুনিয়া December 10, 2020 1,418
সাকিবদের উড়িয়ে দিয়ে ‘প্লে-অফ’ নিশ্চিত করল মুশফিকের ঢাকা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনাকে উড়িয়ে দিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে বেক্সিমকো ঢাকা। মিরপুরে ঢাকার দেওয়া ১৭৯ রানের জবাবে সাকিব- মাহমুদউল্লাহদের ব্যর্থতায় ১৫৯ রানে গুটিয়ে যায় খুলনা। এতে ২০ রানে জয় পায় মুশফিকের নেতৃত্বাধীন দল ঢাকা। বল হাতে ঢাকার রবিউল ইসলাম রবি পেয়েছেন ৫টি উইকেট।


ঢাকার দেওয়া বড় লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি খুলনা। শুরুতেই রবিউল ইসলাম রবির বলে ফিরেন জাকির হাসান (১) ও সাকিব আল হাসান (৮)।এরপর ধীরগতিতে শুরু করা মাহমুদউল্লাহ রিয়াদও ফিরেন ২৬ বলে ২৩ রান করে।


তবে শামীম হোসেন মারকুটে শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ২ চার ও ২ ছক্কায় ৯ বলে ২৪ রান করে বিদায় নেন এই তরুণ। দলের বিপর্যয়ের মূহুর্তে ৪ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৫৩ রান করেন জহিরুল ইসলাম। যদিও শেষ পর্যন্ত খুলনা অলআউট হয়েছে ১৫৯ রানে। ঢাকার পক্ষে রুবেল ও মুক্তার আলি ২টি করে উইকেট শিকার করেন। রবি একাই শিকার করেন ৫টি উইকেট।


এদিন টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে সাকিবের উপর চওড়া হন নাঈম, চার ছক্কায় নেন ২৬ রান। ঝড়ো ব্যাটিং করতে থাকা নাঈম ৫টি ছয়ের সাহায্যে ১৭ বলে ৩৬ রান করে ফিরে যান। এরপর আল আমিন জুনিয়র ও সাব্বির রহমান মিলে গড়েন ৬৪ রানের জুটি। তবে ২৫ বলে ৩৬ রান করে বিদায় নেন আল আমিন।


এদিন দাঁড়াতে পারেননি মুশফিকও। মাশরাফির শিকার হয়ে মুশফিক করেন ৫ বলে ৩ রান। পরের ওভারেই কোনো বল খেলার আগেই রান আউটের শিকার হন ইয়াসির আলি রাব্বি। এরপর শুরু হয় আকবর আলীর ব্যাটিং তান্ডব।


অপুর এক ওভারে আকবরও হাঁকান ৪টি ছক্কা। তবে ১৪ বলে ৩১ রানের ক্যামিও দেখিয়ে হাসান মাহমুদের বলে সাজঘরে ফেরেন তিনি। ওপেনিংয়ে নামা সাব্বির একপ্রান্তে থেকে হাফ সেঞ্চুরি তুলে নেন। ৩৮ বলে ৫৬ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ঢাকা সংগ্রহ করেছে ১৭৯ রান।


সংক্ষিপ্ত স্কোর


বেক্সিমকো ঢাকা ১৭৯/৭ (২০ ওভার)

সাব্বির ৫৬, আল আমিন ৩৬, আকবর ৩১;

শহিদুল ২/৩১, হাসান ১/২৩, মাশরাফি ১/২৬, অপু ১/৫১;


জেমকন খুলনা ১৫৯/১০ (১৯.৩ ওভার)

জহুরুল ৫৩, শামীম ২৪, রিয়াদ ২৬,

রবি ৫/২৭, রুবেল ২/৩০, মুক্তার ৪/৩৫;


বেক্সিমকো ঢাকা ২০ রানে জয়ী।


সূত্রঃ স্পোর্টসজোন২৪