ইমনের রেকর্ড সেঞ্চুরিতে রাজশাহীকে হারালো বরিশাল

ক্রিকেট দুনিয়া December 8, 2020 2,864
ইমনের রেকর্ড সেঞ্চুরিতে রাজশাহীকে হারালো বরিশাল

বিফলে গেল নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি। রাজশাহীর দেওয়া ২২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে বরিশাল। টস হেরে ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করতে থাকেন ওপেনার ব্যাটসম্যান আনিসুল ইসলাম ইমন এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন আনিসুল ইসলাম ইমন।


২৫ বলে ৬ টিচার এবং ২টি ছক্কায় সাহায্যে হাফ সেঞ্চুরি তুলে নেন আনিসুল ইসলাম ইমন। তবে এর পরেই সমানতালে ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন দুই ওপেনার ব্যাটসম্যান। হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর বিধ্বংসী রূপে খেলতে থাকেন নাজমুল হোসেন শান্ত।


এই দুইজনের ব্যাটিং তাণ্ডব থামান সুমন খান। দলীয় ১৩১ রানের মাথায় ৩৯ বলে ৭ টিচার এবং তিনটি ছক্কা সাহায্যে ৬৯ রান করে আউট হন আনিসুল ইসলাম ইমন। এরপর ব্যাটিংয়ে নেমে ভালোই খেলছিলেন রনি তালুকদার।


দলীয় ১৮০ রানের মাথায় ১২ বলে দুটি ছক্কার সাহায্যে ১৮ রান করে সুমন খানের বলে আউট হন রনি তালুকদার। এরপরের বলে রান আউট হয়ে প্যাভেলিয়নে ফেরেন মেহেদী হাসান।


তবে থেমে থাকেনি নাজমুল হোসেন শান্ত। তুলে নিয়েছেন টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি এবং ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি। ৫২ বলে চারটে চার এবং ১০টি ছক্কা সাহায্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন মিনিস্টার গ্রুপ রাজশাহী দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


তবে শেষ ওভারে হ্যাটট্রিক সহ ৪ উইকেট তুলে নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি। প্রথম বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ সাইফুদ্দিন। পরের বলেই সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত উইকেট তুলে নেন তিনি।


৫৫ বলে চারটি ৪ টি চার এবং ১১ টি ছক্কা সাহায্যে ১০৯ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত। পরের বলেই ফরহাদ রেজাকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন কামরুল ইসলাম রাব্বি। ৪ রান করে আউট হন মোহাম্মদ সাইফুদ্দিন।


২২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী রূপে ব্যাট করতে থাকে বরিশালের টপ অর্ডার ব্যাটসম্যানরা। ওপেনিং জুটিতে সাইফ হাসান এবং তামিম যোগ করে ৪৩ রান। ১৫ বলে ২ টি চার এবং দুটি ছক্কার সাহায্যে ২৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাইফ হাসান। উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফুদ্দিন।


তবে এরপর ব্যাটিং তাণ্ডব চালানো টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। ১১৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুই ব্যাটসম্যান তামিম ইকবাল এবং পারভেজ হোসেন ইমন। ৩৭ বলে ৫ টিচার এবং একটি ছক্কার সাহায্যে ৫৩ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তামিম ইকবাল।


তবে তামিমের অভাব বুঝতে দেননি আফিফ হোসেন। পারভেজ হোসেন ইমন এবং আফিফ হোসেনের বিধ্বংসী ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় বরিশাল। ৪২ বলে নয় টিচার এবং ৭ ছক্কা সাহায্যে ১০০ রান করে অপরাজিত থাকেন পারভেজ হোসেন ইমন। ২৬ রান করে অপরাজিত থাকেন আফিফ হোসেন।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট