লঙ্কান প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন আমির

ক্রিকেট দুনিয়া December 8, 2020 1,805
লঙ্কান প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন আমির

মোহাম্মদ আমিরের বোলিংয়ে সেই ধার আর নেই! জাতীয় দলেও তাই বারবার উপেক্ষিতই থাকছেন পাকিস্তানি এই পেসার। তবে জায়গা ফিরে পেতে চেষ্টার কমতি রাখছেন না তিনি।


স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৫ সালে ফেরার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) জাতীয় দলে ফেরার রাস্তা বানিয়েছিলেন আমির। দারুণ পারফর্ম করে দলে জায়গাও ফিরে পেয়েছিলেন।


এবার নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়ে হতাশ হলেও আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগে পারফর্ম করে ফেরার স্বপ্ন দেখছেন আমির। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) বল হাতে রীতিমত আগুন ঝরাচ্ছেন পাকিস্তানি এই পেসার।


এলপিএলে গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন আমির। আজ (সোমবার) কলম্বো কিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন বাঁহাতি এই গতিতারকা। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৬ রান খরচায় ৫টি উইকেট শিকারের কীর্তি দেখিয়েছেন আমির। লঙ্কান প্রিমিয়ার লিগের ইতিহাসে যেটি কোনো বোলারের প্রথম পাঁচ উইকেট শিকার।


এর আগে এই লিগে কোনো বোলারের সেরা অর্জন ছিল ৪ উইকেট প্রাপ্তি। গত ২৭ নভেম্বর আমিরের দল গল গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষেই ৪ উইকেট নিয়েছিলেন ডোয়াইন অলিভার। দক্ষিণ আফ্রিকান পেসার অবশ্য তার জন্য ৪ ওভারে খরচা করেন ৪৪ রান।


আমির সেই তুলনায় অনেক বেশি মিতব্যয়ী ছিলেন। তার দলও ম্যাচটি জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। দারুণ বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কারটি হাতে উঠেছে পাকিস্তানি পেসারেরই।


সূত্রঃ এবিনিউজ