আইসিসির টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। যেখানে শীর্ষ ব্যাটসম্যান হিসেবে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তার রেটিং পয়েন্ট ৯১১। সেরা দশ ব্যাটসম্যানের তালিকায় এরপরেই আছেন কেন উইলিয়ামসন এবং তৃতীয় অবস্থানে ভারতের বিরাট কোহলি। দু'জনেরই রেটিং পয়েন্ট সমান ৮৮৬। চার নম্বরে অবস্থান করছেন অজি ব্যাটসম্যান মার্নাস লাবুশেইন এবং পাঁচে আছেন পাকিস্তানের বাবর আজম।
এছাড়া বোলিংয়ে তালিকার এক নম্বরে আছেন অজি বোলার প্যাট কামিন্স। ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান তার। এরপরেই আছেন কিউই বোলার নীল ওয়াগনার। এছাড়া ৮৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড।
অন্যদিকে, অলরাউন্ডার ক্যাটাগরিতে ৪৪৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস। এই তালিকায় ৪ নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের সাকিব আল হাসান। যার রেটিং পয়েন্ট ৩৬৬।
এছাড়া বোলিংয়ে সাকিবের অবস্থান ২২ নম্বরে। একই ক্যাটাগরিতে বাংলাদেশের তাইজুলের অবস্থান ২৬ নম্বরে।
তার রেটিং পয়েন্ট ৫৮৫। তারপরেই আছেন মেহেদি হাসান মিরাজ। তবে ব্যাটিংয়ে তালিকার ১৮ নম্বরে অবস্থান করছেন মুশফিকুর রহিম। তার পয়েন্ট ৬৫৪। এদিকে, দল হিসেবে টেস্টের এক নম্বর দল অস্ট্রেলিয়া। দ্বিতীয় অবস্থানে নিউজিল্যান্ড আর ভারত আছে তিন নম্বরে।
সূত্রঃ সময় টিভি অনলাইন