নিষেধাজ্ঞা কাটিয়ে আসা সাকিব এবার ফিরলেন টেস্ট র্যাংকিংয়েও। ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাংকিংয়ে সাকিব ফিরেছেন তিন বিভাগেই। ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার তালিকায় আবারও নিজের জায়গা খুঁজে পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আইসিসির টেস্ট অলরাউন্ডারের চতুর্থ স্থানে আছেন সাকিব। অলরাউন্ডার হিসেবে ওয়ানডেতে শীর্ষে ও টি-টোয়েন্টিতে দ্বিতীয় স্থানে থাকলেও ৩৬৬ রেটিং নিয়ে টেস্টে চার নম্বরে আছেন সাকিব। নিষেধাজ্ঞার আগে তৃতীয় স্থানে ছিলেন তিনি।
টেস্টে ব্যাটসম্যান হিসেবে ৩৭ তম স্থানে অবস্থান করছেন সাকিব। তার রেটিং হচ্ছে ৫৭৬। বাংলাদেশির মধ্যে সাকিবের আগে আছেন দুই ক্রিকেটার। ৬৫৪ রেটিং পয়েন্ট নিয়ে ১৮ তম স্থানে মুশফিক ও ৫৯৭ রেটিং নিয়ে ৩১ তম স্থানে আছেন তামিম ইকবাল।
এছাড়া বোলার হিসেবে ৬৩৭ রেটিং পয়েন্ট বাংলাদেশিদের মধ্যে সবার উপরে ও সব মিলিয়ে ২২ তম স্থানে আছেন সাকিব। তারপরে ৫৮৫ রেটিং নিয়ে তাইজুল আছেন ২৬তম স্থানে এবং ৫৭০ রেটিং নিয়ে ২৭ তম স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ।
সূত্রঃ স্পোর্টসজোন২৪