বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা

ক্রিকেট দুনিয়া December 7, 2020 1,596
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা

কিছুদিন আগে অনুষ্ঠিত বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন মুশফিকুর রহিম। এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ও একই পথে হাঁটছেন তিনি। এবার তাদের সামনে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ব্যাটসম্যান তামিম ইকবাল এবং লিটন দাস।


বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের সমানতালে রান তুলেছেন এই তিন ব্যাটসম্যান। তার মধ্যে সবার প্রথমে রয়েছেন লিটন দাস। আসুন দেখে নেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ রান সংগ্রাহকের তালিকা।


১। লিটন দাস (চট্টগ্রাম) : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক গাজী গ্রুপ চট্টগ্রামের ওপেনার ব্যাটসম্যান লিটন দাস। টুর্ণামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে জাতীয় ক্রিকেট দলের এই ওপেনার ব্যাটসম্যান। টুর্ণামেন্টে এখন পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ৫ ইনিংসে ৮২.৩৩ গড়ে ১২৬ স্ট্রাইক রেট ২৪৭ রান সংগ্রহ করেছেন লিটন দাস। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭৮ রান।


২। মুশফিকুর রহিম (বেক্সিমকো ঢাকা) : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। কিছুদিন আগে অনুষ্ঠিত বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন মুশফিকুর রহিম। এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ও একই পথে হাঁটছেন তিনি। ৬ ইনিংসে ৫২ গড়ে ১১৫ স্ট্রাইক রেট ২১১ রান সংগ্রহ করেছেন লিটন দাস। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭৩ রান।


৩। তামিম ইকবাল (বরিশাল) : টুর্নামেন্টের প্রায় প্রতিটি ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছেন তামিম ইকবাল। তবে শুরুটা ভালো করলেও ইনিংসে বড় করতে পারেনি তামিম। চার ম্যাচের মধ্যে এক ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। চার ইনিংসে ৪৬ গড়ে ১১৬ স্ট্রাইক রেট ১৮৭ রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল। সর্বোচ্চ স্কোর ৭৭ রান।


৪। নাজমুল হোসেন শান্ত (রাজশাহী) : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে মিনিস্টার গ্রুপ রাজশাহী দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন করছেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। রান সংগ্রহের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন বরিশালের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৬ ইনিংসে ৩০ গড়ে ১৪২ স্ট্রাইক রেট ১৮১ রান সংগ্রহ করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ৫৫ রান।


৫ । ইয়াসির আলী রাব্বি (বেক্সিমকো ঢাকা) : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাড হাতে ভালোই রান পাচ্ছেন ইয়াসির আলী রাব্বি। ৫ ইনিংসে ৪৩ গড়ে ১২১ স্ট্রাইক রেট ১৭৫ রান সংগ্রহ করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ৬৭ রান।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট