টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে আলোচনায় বিসিবি

ক্রিকেট দুনিয়া December 7, 2020 610
টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে আলোচনায় বিসিবি

গত জুলাই মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করার কথা ছিলো বাংলাদেশ দলের। করোনা মহামারির কারণে প্রথম দফা তারিখ পিছিয়ে ২৪ অক্টোবর ১ম টেস্ট দিয়ে সিরিজটি শুরু হবার কথা ছিল। পরে কোয়ারেন্টাইন জটিলতার কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর।


সেই সফরটি মাঠে ফেরানোর জন্য ইতোমধ্যেই দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। আগামী বছরের এপ্রিল-মে মাসের দিকে সিরিজটি আয়োজনের ব্যাপারে আশাবাদী তারা।


এ খবরের সত্যতা নিশ্চিত করে আকরাম বলেন, আমরা স্থগিত হওয়া সফর আয়োজনের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। ২০২১ আমাদের দুই দেশের জন্যই অনেক ব্যস্ত একটি বছর। কিন্তু ঠাসা সূচির কারণে এপ্রিল ও মে’র মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের সিরিজটি খেলতে আমরা উদগ্রীব।


ইংল্যান্ডকে দেয়া শ্রীলঙ্কান কর্তৃপক্ষের সুযোগ সুবিধাই বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সফলতার পালে হাওয়া জুগিয়েছে। এ কারণেই শ্রীলঙ্কা বোর্ডের সাথে দেন দরবার শুরু করেছে বিসিবি। তারা আশা করছে ইংল্যান্ড যে সুবিধা পেয়েছে সেগুলো বাংলাদেশকে দেয়া হলে আগামী বছরের মাঝেই স্থগিত হওয়া সিরিজ সফলভাবে সম্পন্ন হওয়া সম্ভব। – ক্রিকফ্রেঞ্জি/ বিসিবি