সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত। জয়ের জন্যে ১৯৫ রান তাড়া করতে নেমে হার্দিকের ঝোড়ো ৪২ রানে ভর করে এই জয়ের ফলে টি-২০ সিরিজ জিতে ওডিআই সিরিজ হারের মধুর বদলা নিল কোহলি বাহিনী।
অন্যদিকে এই জয়ে বিদেশের মাটিতে টানা ১০টি টি-২০ ম্যাচ জিতল ভারত। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩টি টি২০ জয়ের পর, ২০২০ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে টানা ৫টি টি-২০ জিতেছিল ভারত। এরপর অজিভূমে এবার টানা ২টি টি-২০ জয় ভারতের। ফলে সব মিলিয়ে ঘরের বাইরে, ১০টি টি-২০ ম্যাচ জিতল ভারতীয় দল।
প্রসঙ্গত, হোম অ্যাওয়ে সব মিলিয়ে দেখতে গেলে টানা ১০টি টি-২০ ম্যাচ জিতল ভারত। শেষবার টি-২০ ম্যাচে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে সিরিজের দ্বিতীয় টি-২০ হেরেছিল ভারত। ২০১৯ সালে ৮ ডিসেম্বর সেই ম্যাচ হারার পর, হোম অ্যাওয়ে মিলিয়ে টানা ১০টি ম্যাচ জিতল কোহলিরা।
সূত্রঃ স্পোর্টসজোন২৪