একনজরে দেখে নিন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পয়েন্ট টেবিল

ক্রিকেট দুনিয়া December 7, 2020 1,510
একনজরে দেখে নিন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পয়েন্ট টেবিল

প্রথম তিন ম্যাচের তিনটাতেই হার, এরপরের তিনটাতেই জয় ঢাকার। অন্যদিকে হট ফেভারিট খুলনার শুরুটাও হয়েছিল করুণ, কিন্তু শেষ তিন ম্যাচের ফল যে দারুণ। ফলে ঢাকা-খুলনার হলো তিনে তিন, আর জমে গেল বঙ্গবন্ধু টি-২০ কাপের পয়েন্ট টেবিল।


টিকে থাকতে হলে তলানীতে থাকা বরিশালের জয় ছাড়া নেই কোন রাস্তা, একনজরে ১৪ ম্যাচ শেষে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলের কি অবস্থা। বঙ্গবন্ধু টি-২০ কাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ১৪ টি ম্যাচ। গ্রুপ পর্বে ইতোমধ্যেই ৬ টি করে ম্যাচ খেলেছে ৪ দল।


বাকি দুই বরিশাল ও চট্টগ্রাম খেলেছে ৫ টি করে ম্যাচ। এক ম্যাচ কম খেলেও প্রথম চার ম্যাচের চার টিতেই জিতে যাওয়া চট্টগ্রাম আজ ঢাকার সাথে হারলেও রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। রাজশাহীকে খুলনা হারিয়ে চট্টগ্রামের সমান ৪ জয়ে ৮ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তারা আছে দুইয়ে।


অন্যদিকে প্রথম তিন ম্যাচে তিন হারে তলানীতে থাকা ঢাকা সবশেষ তিন ম্যাচ জিতে এখন ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে। খুলনার কাছে হেরে যাওয়ায় চারে নেমে গেছে প্রথম ২ ম্যাচে জয় পাওয়া রাজশাহী। তাদের পয়েন্ট ৪। অন্যদিকে ৫ ম্যাচে মাত্র এক জয়ে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে বরিশাল।


১৪ ম্যাচ শেষে বঙ্গবন্ধু টি-২০ কাপের পয়েন্ট টেবিল:


সূত্রঃ স্পোর্টসজোন২৪