এক ম্যাচ হাতে রেখেই অজিদের বিপক্ষে সিরিজ জিতল ভারত

ক্রিকেট দুনিয়া December 6, 2020 1,023
এক ম্যাচ হাতে রেখেই অজিদের বিপক্ষে সিরিজ জিতল ভারত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল ভারত। এ ম্যাচে অজিদের ৬ উইকেটে হারিয়েছে তারা। ওয়ানডে সিরিজ হারের পর এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে কঠিন প্রতিশোধ নিল কোহলির দল।


জয়ের জন্য ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান ৫২, রাহুল ৩০, বিরাট কোহলি ৪০ রান করেন। কোহলির আউটের পর ব্যাট করতে এসে ঝড় তুলে ভারতকে জেতান হার্দিক পান্ডিয়া।


শেষ ৩ ওভারে ম্যাচ জিততে ভারতের ৩৭ রান প্রয়োজন ছিল। ১৮ তম ওভারে শ্রেয়স আইয়ার ঝেড়ো ব্যাটিং করেন। স্পিনার জাম্পার বিরুদ্ধে একটি ছক্কা ও ১ টি চার হাঁকিয়ে ম্যাচের মোর ঘোড়ান ডানহাতি। সেখান থেকেই শেষ ওভারে জয়ের জন্যে ভারতে প্রয়োজন ছিল ১৪ রান।


শেষ ওভারে ব্যাট করতে এসে দ্বিতীয় ও চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করে আসেন পান্ডিয়া। ২২ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে দ্বিতীয় টি-২০ জেতালেন পান্ডিয়া। ১৯০ স্ট্রাইক রেটে, ৩টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে হার্দিক দলকে জয় উপহার দিয়ে ম্যাচের সেরা হয়েছেন।


সিডনিতে এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে টি-২০ সিরিজ জিতে নিল ভারত। এর আগে সিডনিতে স্টার্ক-ওয়ার্নার বিহীন অস্ট্রেলিয়া দলের দায়িত্ব পান উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। নিজের অভিষেক টি-টোয়েন্টি ম্যাচে ওপেনিংয়ে নামেন তিনি। আর সুযোগ পেয়েই করেছেন বাজিমাত।


শুরুতেই ওপেনার ফিঞ্চ ফিরলেও দুর্দান্ত ব্যাটিং করেন ওয়েড। পাওয়ারপ্লেতে ব্যাটিং ঝড় তুলে ২৫ বলে তুলে নেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক টি-টোয়েন্টিতে ফিফটির রেকর্ডে জায়গা করে নেন শেন ওয়াটসন, রিকি পন্টিং,স্টিভেন স্মিথের পাশে।


এদিন ৩২ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলে বিদায় নেন ওয়েড। এছাড়াও স্মিথ করেন ৩৮ বলে ৪৬ রান। দুজনের ব্যাটে ৫ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।


সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১৯৪/৫(২০)

ওয়েড ৫৮(৩২), স্মিথ ৪৬(৩৮)

নাটারজান ২/২০, ঠাকুর ১/৩৯।


ভারত ১৯৫/৪(১৯.৪)

ধাওয়ান ৫২(৩৬), পান্ডিয়া ৪২(২২)*

সোয়াইপসোন ১/২৫


সূত্রঃ স্পোর্টসজোন২৪