চোটের কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুরু থেকে খেলতে পারেননি দেশসেরা অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে আশার সংবাদ মাঠে ফিরছেন এই টাইগার লিজেন্ড। আজ রোববার (৬ ডিসেম্বর) ফিটনেস টেস্ট দিয়েছেন তিনি। আর তাতে পাশও করেন মাশরাফি।
বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার বলেন, “মাশরাফি আজ সকালে ফিটনেস টেস্ট দিয়েছিলেন। সে টেস্টে উতরে গেছে। এখন বঙ্গবন্ধু টুর্নামেন্টে সে খেলতে পারবে। তবে কী প্রক্রিয়ায় খেলবে, সেটা বোর্ড নির্ধারণ করবে।”
তবে সে কত পেয়েছে তা জানানোর নিয়ম নেই বলেছেন তিনি। তুষার আরও বলেন, “স্কোর জানানোর নিয়ম নেই আমাদের। তবে মাশরাফি বেশ ভালো করেছে, ভালোভাবেই পাশ করেছে।”
এদিকে মাশরাফিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে একাধিক দল নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। তবে তিনি কোন দলে যোগ দেবেন তা নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে। তাকে নিতে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে রাজশাহী, খুলনা ও বরিশাল। আর খুব দ্রুতই জানা যাবে কোন দলের হয়ে খেলবেন দেশ সেরা এই পেসার।
সূত্রঃ স্পোর্টসজোন২৪