আগামী বছর ৪৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ!

ক্রিকেট দুনিয়া December 3, 2020 1,733
আগামী বছর ৪৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ!

করোনার কারণে ২০২০ সালটা ঘরবন্দী ছিল বাংলাদেশ। একের পর এক স্থগিত হয়েছে আন্তর্জাতিক সিরিজগুলো। তবে আশার কথা হলো, ২০২১ সালে ব্যস্ত ক্রিকেট সূচি অপেক্ষা করছে তামিম, সাকিব, মুশফিকদের জন্য। যেখানে ঐ বছরে ৪৬টির মত আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ।


আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী আগামী বছর বাংলাদেশের সামনে ঠাসা সূচি রয়েছে ক্রিকেটারদের। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ রয়েছে টাইগারদের।


ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। এর পর মে তে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। জুনে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলবে তামিম-সাকিবরা। আগস্টে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।


সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ রয়েছে টাইগার বাহিনীদের। অক্টোবরে ইংল্যান্ড আসবে বাংলাদেশে। অক্টোবর- নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। নভেম্বর-ডিসেম্বরে পাকিস্তান আসবে বাংলাদেশ। আবার ডিসেম্বরের শেষ দিকে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪