বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে আগামী (৪ ডিসেম্বর) শুক্রবারের ম্যাচের সময় এগিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সময় অনুযায়ী দুপুর ১২টায় লড়বে ফরচুন বরিশাল ও জেমকন খুলনা। পরের ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার রাজশাহী।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, দিনের প্রথম ম্যাচ শুরু হয়ার কথা ছিল দুপুর ২টায়। একইভাবে এগিয়ে এসেছে দিনের দ্বিতীয় ম্যাচের সময়ও। সন্ধ্যা ৭টার পরিবর্তে ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়।
পাঁচ দলের টুর্নামেন্টে দুপুর দেড়টা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হচ্ছে ম্যাচ। বিসিবি আগে জানিয়েছিল শুক্রবার দুপুরের ম্যাচ দুইটায় ও সন্ধ্যার ম্যাচ সাতটায় শুরু হবে। তবে নতুন ঘোষণা অনুযায়ী শুধুমাত্র আগামী ৪ ডিসেম্বরের ম্যাচ দুটি শুরু হবে অনেকটা আগেই।
হঠাৎ কেন শুক্রবারের খেলা দুটির সময় ২ ঘণ্টা করে এগিয়ে আনা হলো? এ বিষয়ে বিসিবি কিছু না জানালেও সম্ভাবনা আছে রাত ১০ টায় কাতারে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল মাঠে নামবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে। এ কারণে খেলার সময় সূচি পাল্টানো হয়েছে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪