দ্বিতীয় বাংলাদেশি হিসেবে যে মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ

ক্রিকেট দুনিয়া December 3, 2020 946
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে যে মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের গতকাল (২ ডিসেম্বর) দশম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে মুখোমুখি হয়েছিল গাজী গ্রুপ চট্টগ্রাম। আর চট্টগ্রামের হয়ে খেলা মোস্তাফিজ এই ম্যাচেই দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে গড়লেন অনন্য রেকর্ড।


টি-টোয়েন্টিতে বল হাতে ১৫০ উইকেট শিকার করার কীর্তি গড়লেন দেশ সেরা এই পেসার। গতকাল ইনিংসের ৬ষ্ঠ ওভারের চতুর্থ বল রাজশাহীর দলপতি নাজমুল হোসেন শান্তর উইকেট নিয়ে মাইলফলক স্পর্শ করেন কাটার মাস্টার খ্যাত এই পেসার।


দেড়শো উইকেট নিজের নামের পাশে করতে মোস্তাফিজ খেলেন ১১৫টি টি-টোয়েন্টি ম্যাচ। তবে মোস্তাফিজের আগে আছেন টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩১২ ম্যাচ খেলে তিনি নেন ৩৫৬ উইকেট।


এছাড়া টি-টোয়েন্টিকে বিদায় বলা মাশরাফি বিন মুর্তজা আছেন তিন নম্বরে। চলতি টি-টোয়েন্টি কাপে খেললে তারও এমন মাইলফলক স্পর্শ করার সুযোগ ছিল। ১৬৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলে সাবেক এই টাইগার অধিনায়ক শিকার করেছেন ১৪৬ উইকেট। - স্পোর্টসজোন২৪